ব্যুরো নিউজ,২৩ ডিসেম্বর:ছত্রিশগড়ের রায়গড়ে ঘটে গেল এক অসাধারণ ঘটনা, যা মানুষের মনে দাগ কেটে গেছে। একটি বাছুর গাড়ির নিচে আটকে পড়লে গরুর দল একজোট হয়ে বাছুরটিকে রক্ষা করতে এগিয়ে আসে। গাড়ির সামনে দাঁড়িয়ে তারা এমনভাবে রাস্তা আটকে দেয় যে গাড়িটি পালিয়ে যেতে না পারে।
মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে অমানবিক ভিডিও জয়পুরে
পথচারীরাও হতবাক
গরুগুলো গাড়ির চারপাশে ঘুরতে থাকে এবং নিজেদের প্রচেষ্টায় বাছুরটিকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তাদের এই একতা, বুদ্ধি ও মমত্ববোধ দেখে পথচারীরাও হতবাক হয়ে যান। পরে স্থানীয় মানুষজনের সহায়তায় বাছুরটিকে গাড়ির নিচ থেকে উদ্ধার করা হয়।
২০২৫ সাল ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে?
উদ্ধার করা বাছুরটিকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে সে সুস্থ রয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং মানুষ গরুর এই অসাধারণ আচরণের প্রশংসা করছেন।সত্যিই “জয় গোমাতা।”