mahefooz alam post controversy on bangladesh map

ব্যুরো নিউজ ২১ ডিসেম্বর: বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোঃ ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলাম এর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের তিক্ততার পারদ চড়লো আরো একধাপ।

বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে বিরল সূর্যশিশির উদ্ভিদের সন্ধান, কি এই সূর্যশিশির ?

মাহফুজ আলম প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিশেষ সহকারী। মূলত প্রধান উপদেষ্টার রাজনৈতিক বিষয়গুলি দেখে থাকেন। গত মাসে ইউনুস তাকে উপদেষ্টা করেছেন।

বিস্ফোরক দাবি এই পোস্টে

সোমবার ছিল বাংলাদেশের বিজয় দিবস। সোমবার বেশি রাতে ‘মুখ’ পুস্তিকা পোস্টে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মাহফুজ লেখেন, ‘বিজয় এসেছে, তবে সামগ্রিক নয় মুক্তি এখনও বহুত দূরে।’ এরপর লিখেছেন, ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতিত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না।’লেখার শেষে কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, অসম, ত্রিপুরার ম্যাপ সংযুক্ত করেন।

৪০-এর গণ্ডি পেরিয়েও অবিবাহিত টলিপাড়ার এই পাঁচ নায়িকা, জানুন তারা কারা?

যদিও সরকারি পরিচয়ের কারণে বাংলাদেশ প্রশাসনের উপর মহলের পরামর্শে পোস্টটি ডিলিট করে দিতে হয়। তার আগেই সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘণ্টা দুই থাকা পোস্টটিকে সমর্থন এবং বিরোধিতা করে বহু মানুষ মন্তব্য করেন।এর পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক থেকে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর