আপনার ঘরের সাজে নিয়ে আসুন বোহেমিয়ান স্পর্শ

ব্যুরো নিউজ ,১৯ ডিসেম্বর:’জীবন যেখানে যেমন’, সেখানেই তাদের ছন্দ। বোহেমিয়ান অর্থাৎ যাযাবর জীবন যাপনের নিজস্ব কায়দা আজ বহু মানুষের মন কাড়ছে। নানা সংস্কৃতি ও রং মিশিয়ে তৈরি এই স্টাইল এখন শুধু পোশাকে সীমাবদ্ধ নেই, বরং অন্দরসজ্জাতেও বোহেমিয়ান ঢং জায়গা করে নিয়েছে। ঘরের সাজে বোহো স্টাইল মানে হল খোলা মন আর অনুপ্রেরণার মেলবন্ধন। রংচটা কাঠ, দড়ির শিল্পকলা, রঙিন কাপড়—সব মিলে এক অন্যরকম আবহ।

সম্পর্কের গভীরতা সন্তান কিংবা অন্য কোনো সামাজিক মানদণ্ডে মাপা যায় কি? পড়ুন দিলীপ কুমার ও সায়রা বানুর ভালোবাসার গল্প

কীভাবে বসার ঘরে আনবেন বোহেমিয়ান ছোঁয়া?

১. ম্যাক্রামের জাদু

যাযাবর জাতির হাতে তৈরি দড়ির বুনন যা ‘ম্যাক্রামে’ নামে পরিচিত, বোহো সাজের একটি বিশেষ বৈশিষ্ট্য। ঘরের সোফার উপরে একটি ম্যাক্রামের কাপড় বিছিয়ে দিন। নিমেষে ঘরের ভোল বদলে যাবে।

২. শান্তিনিকেতনের কাঁথার কাজ

শান্তিনিকেতনের কাঁথা স্টিচ করা উড়নি কিংবা চাদর ঘরের আসবাব সাজাতে ব্যবহার করুন। রং-বেরঙের এই কাপড় ঘরের সৌন্দর্যে যোগ করবে এক স্বতন্ত্র মাত্রা।

পোশাকের রঙে কি জড়িয়ে আছে আপনার জীবনের সাফল্য? কি বলছে সে জ্যোতিষ শাস্ত্র?

৩. জোড়াতালির কাপড়ে মায়া

বাউলদের জোড়াতালির পোশাকের মতো বিভিন্ন ধরনের কাপড় জোড়া দিয়ে বানানো কভার বা চাদর বসার ঘরের সাজে আনুন। এটি ঘরের আভিজাত্যে যোগ করবে এক অন্য রকম বৈচিত্র্য।

৪. ঐতিহ্যবাহী প্রিন্ট ও নকশা

ভারতীয় ঐতিহ্যের বাঁধনি, টাই অ্যান্ড ডাই, লেহরিয়া প্রিন্ট বা কাশ্মীরি সুতো দিয়ে সজ্জিত কাপড় ঘরের জন্য আদর্শ। এগুলোর কুশন কভার বা চাদর দিয়ে আপনার বসার জায়গা রঙিন করে তুলুন।

শীতে চুল পড়া বন্ধ করতে মেনে চলুন এই টিপসগুলি

৫. উত্তর-পূর্ব ভারতের বুনন

উত্তর-পূর্ব ভারতের লাল-সাদা-কালো উলের জ্যামিতিক নকশার চাদর শীতের জন্য দুর্দান্ত। এটি ঘরের উষ্ণতা ও স্নিগ্ধতাকে একসঙ্গে বজায় রাখবে।

বোহার স্পর্শ আনতে কেবল দামি জিনিস নয়, দরকার সৃজনশীলতা আর মনের উদারতা। নিজেকে মুক্ত করে সাজিয়ে তুলুন আপনার বসার ঘর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর