ব্যুরো নিউজ,১৮ ডিসেম্বর:প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজ কাপুরের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সম্প্রতি এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিল কাপুর পরিবার। সেই জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন কাপুর এবং পতৌদি পরিবারের সব তারকা। রণধীর কাপুর, ববিতা, করিনা কাপুর, সইফ আলি খান, রণবীর কাপুর, আলিয়া ভাট থেকে রাহা— সকলেই উদযাপনে মেতেছিলেন। তবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে বলিউড মহলে এখন তুমুল চর্চা।
বউবাজার টানেলে ফাঁক পূরণঃ ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ
উৎসবের আনন্দের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু
ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর কাপুর এবং সইফ আলি খানের মধ্যে কথাবার্তা একসময় তিক্ততায় পরিণত হয়। মূলত রাজ কাপুরের ছবি প্রদর্শনের আয়োজন নিয়ে দুই তারকার মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়। ভিডিও অনুযায়ী, রণবীর কাপুর চেয়েছিলেন সইফকে প্রদর্শনী ঘুরে দেখাতে। কিন্তু সইফ তখন অন্য অতিথিদের সঙ্গে গল্পে মগ্ন। রণবীরের বারবার অনুরোধে বিরক্ত হয়ে সইফ সাফ জানিয়ে দেন, “ঠিক আছে,” তারপর আবার গল্পে মেতে ওঠেন।এই ছোটখাটো ঘটনাটি ক্যামেরাবন্দি হতেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে শুরু হয় জোর জল্পনা— এটি কি মজা ছিল, নাকি সত্যিই শ্যালক-জামাইবাবুর মধ্যে মনোমালিন্য হয়েছে? মন্তব্যের বাক্সে ভরে যায় নানা রকম মতামত। তবে, অনুষ্ঠান শেষে কাপুর বা পতৌদি পরিবারের কেউই এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
বক্স অফিসে ‘খাদান’ বনাম ‘সন্তান’ঃ জমজমাট লড়াইয়ের অপেক্ষায় টলিপাড়া
আনুষ্ঠানিকতার পাশাপাশি রাজ কাপুরের বহু স্মরণীয় সিনেমার প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছিল। পুরোনো দিনগুলির স্মৃতিচারণায় মেতে ওঠেন কাপুর পরিবারের সদস্যরা। রণবীর ছিলেন সেই আয়োজনে বিশেষভাবে উৎসাহী। কিন্তু সইফের ভিন্ন মেজাজই এই সাধারণ ঘটনায় বাড়তি মাত্রা যোগ করেছে।যদিও কাপুর পরিবারের এই উদযাপন ছিল হাসি, আনন্দ আর স্মৃতির মেলা, তবুও রণবীর-সইফের ছোট্ট ‘ঝগড়া’ আপাতত সোশ্যাল মিডিয়া এবং বলিউড মহলের আলোচনার বিষয়।