নীতার অম্বানীর জীবনযাত্রা

ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:তিনি শুধু ভারতের এক নম্বর ধনকুবের মুকেশ অম্বানীর স্ত্রী নন, নিজেও একজন কর্মজীবী এবং প্রতিষ্ঠিত নারী। নীতা অম্বানী রিলায়ান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং আইপিএল টিম মুম্বই ইন্ডিয়ান্স-এর মালকিন। তার ধনসম্পত্তি এবং জীবনের বিলাসিতার গল্পগুলো সবসময়ই মানুষকে মুগ্ধ করে।

পর্ন ভিডিও তৈরির অভিযোগে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা কাটিয়েছেন টানা ৬৩ দিন জেলে, এ বিষয়ে মুখ খুললেন তিনি

৩ লাখ টাকার চায়ের কাপ:

নীতার দৈনন্দিন জীবনযাত্রার একটি ছোট উদাহরণ তার চায়ের কাপ। শোনা যায় প্রতিদিন সকালে তিনি যে চায়ের কাপ ব্যবহার করেন তার দাম ৩ লাখ টাকা। শুধু তাই নয় পুরো চা সেটটির দাম কয়েক কোটি টাকা। এই সেটটি জাপানের একটি বিখ্যাত সংস্থার তৈরি যেখানে ২২ ক্যারেট সোনা আর প্ল্যাটিনামের কাজ করা রয়েছে।নীতার বিলাসিতা শুধু তাঁর ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ নয়। তিনি নিজেই অম্বানী পরিবারের ২৭ তলা বাড়ি ‘অ্যান্টিলিয়া’র অন্দরসজ্জার অনেকটা পরিকল্পনা করেছেন। এমনকি তার হেঁশেলের বাসনপত্রও তার পছন্দে কেনা।

ডাবল চিন দূর করার সহজ ঘরোয়া উপায়ঃ থাকুন আকর্ষণীয়

 একবার নীতা শ্রীলঙ্কা সফরে গিয়ে গোটা প্লেন ভর্তি করে ২৫ হাজারেরও বেশি বাসনপত্র কিনে এনেছিলেন। এই বাসনগুলো জাপানের ১০৬ বছরের পুরনো একটি বিখ্যাত সংস্থার তৈরি। প্রতিটি বাসনে ২২ ক্যারেট সোনা আর প্ল্যাটিনামের কারুকাজ রয়েছে। অম্বানী পরিবারের হেঁশেল এই সোনায় মোড়া বাসনেই আলো করে।নীতার জীবনযাত্রা যেমন বিলাসিতায় ভরা তেমনই শৌখিনতার চূড়ান্ত প্রকাশ। সাজপোশাক থেকে বাড়ির প্রতিটি জিনিসে তার রুচি এবং পছন্দের ছাপ স্পষ্ট। তবে শোনা যায়, মাঝে মাঝে তিনি সাধারণ জীবনযাপন করতেও ভালোবাসেন।নীতার এই বিলাসী এবং শৌখিন জীবনযাত্রা তাকে এক অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছে যা মানুষকে মুগ্ধ এবং কৌতূহলী করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর