ব্যুরো নিউজ,১৬ ডিসেম্বর:যে দেশে নারীর নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে যেখানে নারীদের ওপর নির্যাতনের ঘটনা প্রায়ই সংবাদ শিরোনামে জায়গা পায় সেই দেশে তিন মহিলার নাম উঠে এসেছে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায়। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, রোশনি নাদার মালহোত্রা, এবং কিরণ মজুমদার শ—এই তিন নারী তাদের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য বিশ্বের শ্রেষ্ঠ নারীদের মধ্যে স্থান পেয়েছেন।
পিভি সিন্ধু বাগ্দান সারলেন বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে, কোথায় বসবে বিয়ের আসর?
বিশ্বমঞ্চে স্বীকৃতি
নির্মলা সীতারমণ, ভারতের প্রথম নারী অর্থমন্ত্রী, দেশের আর্থিক ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার নেতৃত্বে বাজেট পেশ, জিএসটি প্রবর্তন এবং মহিলাদের জন্য আর্থিক ক্ষমতায়ন বিলের মতো কাজ দেশকে আরও সমৃদ্ধ করেছে। দেশের অর্থনীতিতে তার দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই এবং এখন তিনি বিশ্বের প্রভাবশালী ২৮ নম্বর নারীর তালিকায় রয়েছেন। এই সফলতার খবরে ভারতের মানুষ উচ্ছ্বসিত।তালিকায় আরও দু’জন ভারতীয় নারীর নাম রয়েছে। রোশনি নাদার মালহোত্রা, ‘এইচসিএল টেকনোলজিস’ ও ‘এইচসিএল কর্পোরেশন’-এর সিইও।তিনি ৮১তম স্থানে রয়েছেন। তিনি কর্পোরেট দুনিয়ায় সফলতার নজির রেখেছেন এবং বসতবাড়িগুলির সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করেছেন। একইভাবে কিরণ মজুমদার শ, ‘বায়োকন’ সংস্থার প্রতিষ্ঠাতা, ৮২তম স্থানে আছেন। তিনি বায়োফার্মাসিউটিক্যাল সেক্টরে বিশাল ভূমিকা পালন করেছেন এবং ২০১৯ সালে ক্যানসার গবেষণার জন্য তিনি তার উপার্জনের অর্থও দানও করেছেন।
পুষ্পা ২ঃ মৃত্যুর ঘটনায় বিতর্কের মাঝেও ৯০০ কোটির ক্লাবে ঢুকল আল্লু অর্জুনের সুপারহিট সিনেমা
যতদিন দেশে দারিদ্র্য, অশিক্ষা এবং পুরুষতন্ত্রের প্রভাব রয়েছে ততদিন নারীদের এগিয়ে যাওয়া সহজ নয়। কিন্তু এই তিন নারীর বিশ্বমঞ্চে স্বীকৃতি তাদের সংগ্রামের সফলতা। এই ঘটনাটি আমাদের এক নতুন আলো দেখায়, যেখানে নারীরা সাফল্যের পথে নিরন্তর এগিয়ে চলেছেন।