ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লি পাড়ি দিয়েছিল কাপুর পরিবারের প্রায় সব সদস্য। করিনা কাপুর, সইফ আলি খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, করিশ্মা কাপুর থেকে শুরু করে নীতু কাপুর, রিমা জৈন, এবং তার ছেলে আদর জৈন—সবাই ছিলেন এই সাক্ষাৎ পর্বে। এই সাক্ষাৎ আরও স্মরণীয় করে তুলেছে বেবো-সইফের দুই ছেলে জেহ এবং তৈমুরের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার।
শীতে খুশকির সমস্যায় নাজেহাল কম বেশি সবাই। কি করণীয় বিশেষজ্ঞের পরামর্শ জানুন
কি বিশেষ উপহার?
সাক্ষাৎপর্বে প্রধানমন্ত্রীর তরফে জেহ এবং তৈমুরকে দেওয়া উপহারটি ছিল অত্যন্ত অভিনব। প্রধানমন্ত্রীর নিজের হাতে হিন্দিতে সই করা একটি অটোগ্রাফ! সোশাল মিডিয়ায় করিনা কাপুর এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন এবং জানান, এটি তাদের পরিবারের জন্য স্মরণীয় একটি দিন। বেবো লেখেন ‘মোদিজির উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত। ঠাকুরদা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছি। তার অনন্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এই দিনে মোদিজির সঙ্গে দেখা করতে পেরে আমরা গর্বিত।’
পায়ের পরিচর্যা করার পরও পায়ের দুর্গন্ধ দূর করতে পারছেন না? রইল কিছু কার্যকর উপায়
১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে দিল্লিতে শুরু হতে চলেছে ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল’। তারই প্রাক্কালে কাপুর পরিবারের নবীন ও প্রবীণ প্রজন্মের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। করিনা ছাড়াও নীতু কাপুরও সোশাল মিডিয়ায় তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।কাপুর পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের এই ছবি এবং দুই ছোট সদস্যের জন্য প্রধানমন্ত্রীর উপহার এখন নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।