ব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য মুক্তি চাইছেন?

ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:কাজের ব্যস্ততার মধ্যে একেবারে সময় পাচ্ছেন না নিজের মতন করে সময় কাটানোর। অথচ ভীষণ ঘুরতে যেতে মন চাইছে। দু-একদিনের জন্য ঘুরে আসার জন্য এবং প্রকৃতির কোলে একটুখানি স্বস্তি পাওয়ার জন্য ঘুরে আসতে পারেন এই জায়গা গুলি। ঘুরে এসে নতুন উদ্যমে কাজ করার শক্তি পাবেন।

ভাড়ায় পেতে পারেন বয়ফ্রেন্ড। রইল সম্পূর্ণ তথ্য !

১) বড়ন্তি: লাল মাটির দেশে প্রকৃতির মাধুর্যে ডুব দিন

পুরুলিয়ার ছোট্ট গ্রাম বড়ন্তি প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। শাল, সেগুন, মহুয়া, পলাশের বনাঞ্চল ঘেরা এই স্থান একেবারে ছবির মতো। পাহাড়, বন আর বড়ন্তি লেক মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। নিরিবিলি জায়গায় নিজের সঙ্গে সময় কাটাতে চাইলে বড়ন্তি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।

শীতের ছুটিতে ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা দার্জিলিংয়ের সেলপু

কীভাবে যাবেন?

শিয়ালদহ বা হাওড়া থেকে আসানসোলগামী ট্রেনে আসানসোল যেতে হবে। সেখান থেকে যেতে হবে আদ্রা এবং ছোট পথ পেরিয়ে বড়ন্তি। নিজের গাড়িতেও যাওয়া যায়।

কোথায় থাকবেন?

শহরের কোলাহল থেকে দূরে গিয়ে এবার অবশ্যই ঘুরে আসুন দার্জিলিং এর ছোট্ট গ্রাম তিনচুলে

  • পলাশবাড়ি ইকোলজিক্যাল রিসোর্ট  – এখানে রাত পিছু ১,০০০ থেকে ২,০০০ টাকা খরচা ।
  • মানভূম হলিডে হোম  – আরামদায়ক থাকার ব্যবস্থা রয়েছে এখানে।বড়ন্তি তে থাকার জন্য দুটি রিসোর্ট এর নাম দেওয়া হলো এখানে কম খরচে প্রকৃতির কোলে সময় কাটাতে পারবেন দুদিন।

ভ্রমণের জন্য কিছু টিপস

  • যাত্রা শুরুর আগে আবহাওয়ার খোঁজ নিন।
  • নিজের গাড়িতে গেলে রাস্তার মানচিত্র দেখে নিন।
  • বুকিং আগে থেকে নিশ্চিত করে রাখুন।
  • ক্যামেরা ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিতে ভুলবেন না।

একদিনের ছুটি পেলেই পরিকল্পনা করুন। প্রকৃতির কোলে এই স্থানগুলো আপনাকে দেবে জীবনের নতুন স্বাদ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর