ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:সলমন খান ও রশ্মিকা মন্দনা প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আসন্ন ছবি ‘সিকন্দর’-এ। দু’জনের বয়সের ফারাক ৩১ বছর হলেও তা নিয়ে কটাক্ষ উড়িয়ে দিয়েছেন দুজনেই। মুম্বই ও হায়দরাবাদে জোরকদমে চলছে ছবির শুটিং। এ ছবিতে নিজের চরিত্র নিয়ে কিছু না বললেও সলমনের প্রশংসায় মুগ্ধ রশ্মিকা।
বছরের শেষ পূর্ণিমায় সূর্যের গোচরে আসবে এই তিন রাশি, পাবেন বিশেষ সুবিধা
সলমনের মানবিকতা সম্পর্কে রশ্মিকা কী বললেন?
সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে রশ্মিকা জানান ‘সলমনের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। উনি একেবারে মাটির মানুষ। শুটিংয়ের সময়ে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। সলমন সেটা জানার পর থেকেই নিয়মিত আমার খোঁজ নিতেন। কলাকুশলীদের নির্দেশ দিতেন যেন আমি পুষ্টিকর খাবার ও গরম জল পাই। ওঁর ব্যবহারে নিজেকে বিশেষ মনে হয়েছে।’ তিনি আরও বলেন ‘সলমন দেশের অন্যতম বড় তারকা। কিন্তু তবুও তিনি খুব বিনয়ী। কাজের ফাঁকেও সহকর্মীদের প্রতি তার যত্নশীল আচরণ সত্যিই প্রশংসনীয়।’ রশ্মিকা জানিয়েছেন সিকন্দরের মতো একটি প্রজেক্টে কাজ করা তার কাছে অত্যন্ত বিশেষ অভিজ্ঞতা। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন ‘এ ছবির মুক্তির জন্য আমি খুবই উত্তেজিত। কবে দর্শকরা ছবিটি দেখবেন, সেই অপেক্ষায় আছি।’
পুরনো বোতলে মাটি ছাড়াই চাষ করুন ধনেপাতাঃ গোটা শীতকাল উপভোগ করুন তাজা ধনেপাতা
‘সিকন্দর’-এর পাশাপাশি রশ্মিকার সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। এ ছাড়া আয়ুষ্মান খুরানার বিপরীতে নতুন ছবি ‘থামা’-র শুটিংও শুরু করেছেন তিনি।সলমন ও রশ্মিকার এই নতুন জুটি ইতিমধ্যেই আলোচনায়। ভক্তদের প্রত্যাশা ‘সিকন্দর’ হবে এক অনবদ্য ছবি।