রাজ কুন্দ্রা মামলায় গহনার চাঞ্চল্যকর দাবি

ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি কেসে ইডির দীর্ঘ জেরার পর অভিনেত্রী গহনা বশিষ্ঠ একাধিক চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এনেছেন। ৬ ঘণ্টার এই জিজ্ঞাসাবাদে গহনা জানিয়েছেন প্রতিটি কাজের জন্য তিনি ৩ লাখ টাকা করে পেতেন। তবে রাজ কুন্দ্রার সঙ্গে তার ব্যক্তিগতভাবে কখনও দেখা যায়নি।

আম্বানি পরিবারের অন্দরের সমীকরণ কি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে?

রাজ কুন্দ্রা জড়িত?


২০২১ সালে পর্নোগ্রাফি কেসে গ্রেফতার হন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। বর্তমানে তিনি জামিনে মুক্ত। ইডি এখনও এই মামলার গভীরে তদন্ত চালাচ্ছে। গহনা জানান উমেশ কামাথ নামের এক ব্যক্তির মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হতো। এই কাজের জায়গাগুলোতে তিনি ভিয়ান ইন্ডাস্ট্রিজ-এর নাম দেখেছেন এবং রাজ কুন্দ্রার পরিবারের ছবিও দেখেছেন।গহনার মতে হটশট অ্যাপের সঙ্গে রাজ কুন্দ্রার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন রাজ কুন্দ্রা মালিক না হলে তার ছবি দেওয়ালে টাঙানো থাকবে কেন? তবে বাস্তবে রাজের সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি।

ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক, সতর্ক বন দফতর

ইডির জেরায় গহনা আরও দাবি করেন, কাজের জন্য নির্ধারিত টাকা পাওয়া সত্ত্বেও তিনি কখনো বুঝতে পারেননি যে এই কাজগুলি পর্নোগ্রাফির অন্তর্গত। তার বক্তব্যে হটশট অ্যাপের মালিকানা নিয়ে সন্দেহের দিকটি আরও ঘনীভূত হয়েছে।গহনার এসব তথ্য রাজ কুন্দ্রার মামলা নিয়ে নতুন মোড় এনে দিয়েছে। তদন্তের পরবর্তী ধাপ রাজ কুন্দ্রার জড়িত থাকার বিষয়ে নতুন দিক উন্মোচন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর