ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা সুপ্রিম কোর্টে সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাদের দাবি তদন্তকারী সংস্থা নিয়মিত যোগাযোগ রাখার যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা। আদালতে সিবিআই বলেছে নির্যাতিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং সমস্ত তথ্য সরবরাহ করা হচ্ছে।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ বনাম রাম মন্দিরঃ উত্তেজনার নতুন অধ্যায়
দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ
কিন্তু নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, তাদের তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়নি। এমনকি নিম্ন আদালতে চার্জশিট পেশের বিষয়েও তারা অন্ধকারে ছিলেন।নির্যাতিতার মা বলেছেন, “সেই ভয়ংকর রাতের চার মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও জানতে পারিনি, কেন আমার মেয়েকে আমাদের থেকে কেড়ে নেওয়া হলো।” তাদের আক্ষেপ সিবিআই আদালতে মিথ্যা দাবি করলেও এর কোনো প্রতিকার তারা পাননি।
রাজভবন ও নবান্নের ঐক্য: বাংলার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন
তবে হতাশার মাঝেও সিবিআইয়ের উপর আস্থা হারাননি বাবা-মা। তাদের একমাত্র লক্ষ্য, মেয়ের ন্যায়বিচার পাওয়া। তাদের বিশ্বাস সত্য একদিন প্রকাশ পাবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত হবে।এদিকে সিবিআই আদালতে জানিয়েছে, শিয়ালদা আদালতে আরজি কর মামলার বিচার প্রক্রিয়া আগামী মাসখানেকের মধ্যেই শেষ হবে। ৫২ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে।