মুর্শিদাবাদে বাবরি মসজিদ বনাম রাম মন্দির

ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন ব্যক্তিগত ধর্মীয় অধিকার থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় আইন মেনে মসজিদ নির্মাণ হবে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর। এই উদ্যোগকে রাজনৈতিকভাবে দেখার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

দক্ষিণবঙ্গ শুষ্ক, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতাঃ নিম্নচাপের প্রভাব নেই বাংলায়

নতুন বিতর্কের জন্ম


অন্যদিকে বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কোনও আপত্তি নেই তবে মুর্শিদাবাদের ২২টি বিধানসভা কেন্দ্রে রাম মন্দির তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভায় ছোট, মাঝারি বা বড় আকারের রাম মন্দির তৈরি হবে। ইতিমধ্যেই এই মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়েছে।ভিডিও বার্তায় অম্বিকানন্দ মহারাজ বলেন, “আপনারা মসজিদ বানান, আমরা রাম মন্দির তৈরি করব। মুর্শিদাবাদের মাটিতে আমরা ধর্মীয় ঐতিহ্যের নতুন অধ্যায় রচনা করব।”

রাজভবন ও নবান্নের ঐক্য: বাংলার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন

হুমায়ুন কবীর বলেছেন, “আমি একজন স্বাধীন ভারতীয়। আমার ধর্মীয় অধিকার আছে মসজিদ নির্মাণের। এই উদ্যোগে কে কী বলল, তা আমার কাছে গুরুত্বহীন।” তিনি জানিয়েছেন, মসজিদ উদ্বোধনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। মুর্শিদাবাদে ৭৫ শতাংশ মুসলিম জনসংখ্যা এবং রাজ্যের সামগ্রিক ধর্মীয় ভারসাম্যের প্রেক্ষাপটে এই ঘটনাগুলি নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর