নীতা অম্বানী

ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ অম্বানীর স্ত্রীর পরিচয় জানলেই তার বিশাল ধনসম্পত্তির কথা চলে আসে। তবে নীতা অম্বানী শুধু বিলাসী জীবনযাপন করেন না তিনি নিজেও একজন শক্তিশালী উদ্যোক্তা। ‘রিলায়ান্স ফাউন্ডেশন’-এর চেয়ারপার্সন এবং মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন হিসেবে তিনি অনেকের কাছে প্রেরণার উৎস। তবে এই সমস্ত পরিচয়ের পাশাপাশি তার জীবনযাপন যে একেবারে বিলাসী তা বললেও কিছুটা ভুল হবে।

লক্ষ্মী ভাণ্ডারের জন্য কি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?  

নীতা প্রতিদিন সকালে ৩ লক্ষ টাকার চা খান

নীতার সাজগোজ, অলঙ্কার, এবং জীবনের নানা দিক নিশ্চয়ই বিলাসিতার প্রকাশ, তবে তিনি মাঝে মাঝে একেবারে ছাপোষা জীবনযাপনও করেন। তাঁর দৈনন্দিন জীবনযাপনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তার ধনী অবস্থানকে মুছে দেয়। যেমন নীতা প্রতিদিন সকালে যে কাপ চায়ে চুমুক দেন, তার দাম প্রায় ৩ লক্ষ টাকা। চা পানের সেটটি প্রায় কয়েক কোটি টাকার।

অনুষ্ঠানে গিয়ে বুফে খাওয়ার সঠিক নিয়ম জানুন

নীতা অম্বানী শুধু বিলাসী নন, শৌখিনও। তার জীবনযাপনে এসবই প্রমাণিত হয়। এমনকি তিনি পরিবারের বাসস্থানের সাজসজ্জায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিজেই ‘অ্যান্টিলিয়া’ বাড়ির অভ্যন্তরের পরিকল্পনা করেন, সেখানে কী কী জিনিস থাকবে তা বেছে নেন। শোনা যায়, একবার তিনি শ্রীলঙ্কায় ভ্রমণে গিয়ে নিজের ব্যক্তিগত বিমান ব্যবহার করে প্রায় ২৫ হাজার বাসনপত্র সংগ্রহ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর