পার্থ চট্টোপাধ্যায়ের আদালতে আবেদন

ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:পার্থ চট্টোপাধ্যায় নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন। এদিন আদালতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন ‘আমি কিছুই করিনি। আমাকে শুধু শুধু আটক রাখা হয়েছে। বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে না। আর কতদিন আটক থাকব?’ তার আইনজীবী আদালতে যুক্তি দেন পার্থ চট্টোপাধ্যায় ৭৩ বছর বয়সি এবং নানা শারীরিক সমস্যায় ভুগছেন। অন্যান্য অভিযুক্ত জামিন পেলেও তাকে আটকে রাখা হয়েছে। ‘তাহলে উনি কী দোষ করলেন?’ প্রশ্ন তোলেন তিনি।

জর্জ সোরোস এবং রাহুল গান্ধীর মধ্যে গোপন আঁতাঁতের অভিযোগ বিজেপির

বিচারকের মন গলেছে ?


তবে সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বলা হয় পার্থ চট্টোপাধ্যায় সরাসরি নিয়োগ দুর্নীতিতে জড়িত। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান ১৫২ জন যোগ্য প্রার্থীর নাম বাদ দিয়ে এজেন্ট মারফত টাকা তুলে ৭৫২ জন অযোগ্য প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছিল যার মধ্যে ৩১০ জনের চাকরি নিশ্চিত করা হয়। এই তালিকা পর্ষদের কাছে পাঠানোর নেপথ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা রয়েছে বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী।

মহারাষ্ট্রের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারকাদের ঝলক

বিচারক বলেন ‘কে প্রভাবশালী আর কে নন, তা নির্ধারণ করার অধিকার আপনাদের কে দিয়েছে?’ বিচারকের এই মন্তব্য জামিন প্রসঙ্গে পার্থবাবুর সম্ভাবনা আরও ক্ষীণ করে দেয়।জামিনের আবেদনে ব্যর্থ হয়ে পার্থ চট্টোপাধ্যায় আদালতে বারবার বলেন “আমাকে বাঁচান। আমাকে জামিন দিন।” তবে সিবিআইয়ের উপস্থাপিত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে বিচারকের মন গলানো সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর