ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:আরজি কর কাণ্ডের চার মাস পূর্ণ হওয়ায় সংবাদমাধ্যমের সামনে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একহাত নিলেন নিহত মহিলা চিকিৎসকের বাবা-মা। বৃহস্পতিবার সোদপুরে তাদের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেছেন ‘আজও আমরা সুবিচার পাইনি। যারা থ্রেট কালচারের সাথে যুক্ত ছিল তারা এখনও স্বমহিমায় প্রতিষ্ঠিত।’
বাংলাদেশের অশান্তিতে উত্তাল এপার বাংলাঃ রেজওয়ানা চৌধুরী বন্যার শো বাতিলের দাবি
সকলের সহযোগিতা চেয়েছেন
নির্যাতিতার বাবা বলেন ‘৯ অগস্ট যাদের ঘটনাস্থলে দেখা গিয়েছিল তারা সবাই এখনও বাইরে। তাদের কিছুই হয়নি। তাদের স্বাস্থ্য দফতরের উচ্চপদে বসানো হয়েছে। আর থ্রেট কালচার আবার স্বমহিমায় ফিরে এসেছে। আমার মেয়ে তো এই থ্রেট কালচারের কারণে মারা গেছে। আজ চার মাস ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গিয়ে আমরা সুবিচার পাব? সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল?’ তারা আরও বলেন ‘অভিজিৎ মণ্ডলকে চাকরি থেকে সাসপেন্ড করা হলেও সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়নি। এর ফলে সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারছে না। সন্দীপ ঘোষকে এখনও বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।’
অপহৃত হয়ে ২৪ ঘণ্টা বিভীষিকায় কাটালেন সুনীল পাল, শেয়ার করলেন ভয়াবহ অভিজ্ঞতা
নির্যাতিতার বাবা বলেন ‘শুক্রবার ছাত্রদের মিছিলে যোগ দেব। ভবিষ্যতে আরও আন্দোলনেও অংশগ্রহণ করব।’ তারা আরও জানিয়েছেন ‘আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছি। কিন্তু আজ পর্যন্ত কোন উত্তর পাইনি।’ এদিন নির্যাতিতার বাবা-মা একটি ফেসবুক পেইজ খুলে সেখানে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তারা মেয়ের সুবিচারের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।