তুষারপাতের পূর্বাভাস

ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আটটি জেলায় বৃষ্টি হতে পারে আগামী সোমবার। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং সিকিমের উঁচু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস।

২৫০ কোটি টাকার আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস

পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। সকালে কুয়াশার কারণে কিছুটা সমস্যা হতে পারে। সিকিম এবং সংলগ্ন দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে শনিবার থেকে সোমবারের মধ্যে।

শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের বেতন দেওয়া হচ্ছে চাঁদা তুলে ! কোন স্কুল দেখুন ?

শুক্রবার দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা ছিল বীরভূমের সিউড়িতে, যেখানে পারদ নেমেছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে। ঝাড়গ্রামে তাপমাত্রা ছিল ১৩.৫, কল্যাণীতে ১৩.৫, কৃষ্ণনগরে ১৩.২, শ্রীনিকেতনে ১৩, পানাগড়ে ১৪.১ এবং আসানসোলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।আগামী কয়েকদিনের এই পরিবর্তিত আবহাওয়া শীতের আমেজ বাড়ালেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

https://www.youtube.com/live/1KWHCdA9mT0?si=ztLNGw3b9TxA7p91

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর