আর জি কর মেডিক্যালে অগ্নিকাণ্ড

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর : বৃহস্পতিবার দুপুরে আচমকা আর জি কর মেডিক্যাল হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে ধোঁয়া ওঠার পর দেখা যায় সেখানে থাকা হট এয়ার ওভেন দাউ দাউ করে জ্বলছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল কিন্তু তার আগেই হাসপাতালের সিআইএসএফ কর্মী, নিরাপত্তারক্ষী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তথাগত রায়ের বিতর্কিত মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া

ঘটনায় কোন বড় ধরনের ক্ষতি হয়নি

আগুনের তীব্রতা এতটাই ছিল যে সবার মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুন নেভে যায়। এই ঘটনায় কোনও বড় ধরনের ক্ষতি হয়নি তবে পরিস্থিতি খানিকটা উত্তেজনাপূর্ণ ছিল। প্রায় এক ঘণ্টা দমকলের ইঞ্জিন হাসপাতালে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

চন্দননগরে ৬ বছরের শিশুর রহস্যময় মৃত্যু, সন্দেহ হত্যা

এই অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে আর জি কর মেডিক্যালের নাম আলোচনায় নিয়ে এসেছে। গত আগস্টে সেখানে এক তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠে বাংলা, যা এখনও আদালতের হাতে ঝুলে রয়েছে। সেমিনার রুমে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার হন এক সিভিক ভলান্টিয়ার। এবার এই অগ্নিকাণ্ডের ঘটনা হাসপাতালের নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর