তমন্না ভাটিয়া 

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর : সম্প্রতি তমন্না ভাটিয়া ‘স্ত্রী ২’ ছবির গানের ভিডিয়োতে সবাইকে চমকে দিয়েছেন। ‘আজ কি রাত’ গানের সঙ্গে তার নাচ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে সবুজ পোশাক পরা তমন্নার শরীরী বিভঙ্গ এবং তার নাচের স্টাইল বেশ প্রশংসিত হয়েছে। সাধারণত আইটেম গানে নাচলে অভিনেত্রীর চেহারা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যখন সেটা টানটান এবং নিখুঁত শরীরের মাধ্যমে ফুটে ওঠে। কিন্তু তমন্না এখানে ভিন্ন ধারা সৃষ্টি করেছেন।

অভিনেত্রীদের মতো চুলের যত্ন নিতে ব্যাবহার করুন এই জিনিসগুলি !

তমন্না সবসময়ই সাহসী দৃশ্যে অভিনয় করেছেন

তার শরীরে পাতলা কোমরের চিহ্ন নেই। বরং সামান্য পৃথুল চেহারার মধ্যে তমন্না তার নাচের মাধ্যমে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রমাণ করেছেন। অনেক নেটিজেন মনে করছেন এটি তমন্নার সাহসী পদক্ষেপ। যেটি প্রচলিত সৌন্দর্য ও শরীরী মানদণ্ডের বাইরে।তমন্না সবসময়ই চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। যেমন, ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমায় বিজয় বর্মারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। এক বিষয় নিয়ে তিনি সবসময় সীমারেখা টেনেছেন এবং সেটি হল নগ্ন দৃশ্যে অভিনয়ের বিষয়। এক সাক্ষাৎকারে তমন্না স্পষ্টভাবে জানিয়েছেন পর্দায় নগ্নতা তার পক্ষে সম্ভব নয়।

বলিউডের অভিনেতা অনুপম খের-এর সফল যাত্রার গল্প

যখন অভিনেতা অবিনাশ তিওয়ারি তাকে প্রশ্ন করেন যে যদি কোনো আন্তর্জাতিক ছবিতে সূক্ষ্মভাবে নগ্ন দৃশ্য তুলে ধরা হয় তখনও কি তিনি অভিনয় করবেন? তমন্না কিছুটা ভেবে বলেন “এটা আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে হতে পারে তবে আমার পক্ষে তা ঠিক না-ও হতে পারে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর