দুর্ঘটনায় বিএসএফ জওয়ানের মৃত্যু

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর : বুধবার রাতে কৃষ্ণনগর-হাঁসখালি রাজ্য সড়কে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বিএসএফ জওয়ান। মৃত ব্যক্তির নাম শুভঙ্কর অধিকারী (৩৪)। তিনি হাঁসখালি থানার বেনালি নতুনগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।

নতুন বছরে উত্তর-দক্ষিণবঙ্গের সংযোগ আরও সহজ, কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষের পথে

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়

রাত প্রায় ১১টা নাগাদ বাইকে করে একাই বাড়ি ফিরছিলেন শুভঙ্কর। সেই সময় কৃষ্ণনগর থেকে হাঁসখালির দিকে যাওয়ার পথে রাজ্য সড়কের উপর রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। স্থানীয়রা দ্রুত থানায় খবর দেন।খবর পেয়ে কৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলেই পাওয়া যায় শুভঙ্করের বাইকটি যার সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে গিয়েছিল। এছাড়া তার পকেট থেকে বিএসএফের পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শুভঙ্কর বিএসএফে কর্মরত ছিলেন।

কলকাতায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না নেওয়ার ফলে বেড়েই চলেছে বেআইনি নির্মাণ

পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সময় কোনও ভারী যান বাইকটিকে ধাক্কা মেরেছিল নাকি শুভঙ্কর নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর পুলিশ।শুভঙ্করের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী এবং স্থানীয়রা তার পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা বজায় থাকছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর