কল্যাণী এক্সপ্রেসওয়ে

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর : বিমানবন্দর থেকে কল্যাণী এইমস পৌঁছানোর সময় কমাতে বড় ভূমিকা রাখতে চলেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। প্রায় ৪৩ কিমি দীর্ঘ এই রাস্তা ফোর লেনে রূপান্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে। পূর্ত দপ্তরের মতে ইতিমধ্যেই ৩৯ কিমি রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। নতুন বছরের শুরুতেই রাস্তা চালু হলে শুধু কল্যাণীর এইমস নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও মসৃণ হবে।

কলকাতায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না নেওয়ার ফলে বেড়েই চলেছে বেআইনি নির্মাণ

ওভারব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে

যানজটের সমস্যা এড়িয়ে নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মতো জেলাগুলিতে দ্রুত যাতায়াত সম্ভব হবে। একইসঙ্গে এই রাস্তা দিয়ে পণ্য পরিবহণ ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। রাস্তায় আলোকসজ্জার কাজও দ্রুতগতিতে চলছে।বেলঘড়িয়া থেকে মুড়াগাছা (৪ কিমি) অংশে কাজ কিছুটা পিছিয়ে ছিল কিছু আইনি সমস্যার কারণে। সংশ্লিষ্ট সমস্যা মেটানোর কাজ চলছে এবং মে ২০২৫-এর মধ্যেই এই অংশের কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, মুড়াগাছা থেকে কাঁপা মোড় (৩০.৫ কিমি) পর্যন্ত ফোর লেনের কাজ পুরোপুরি শেষ হয়েছে। কাঁপা মোড় থেকে বড়জাগুলিয়া (৯.৮ কিমি) অংশে ৬ কিমি ওভারব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং বাকি ৩ কিমির কাজও চলতি মাসেই সম্পূর্ণ হবে।

পরিত্যক্ত পাতকুয়োর জল পড়ে মৃত্যু এক শিশুর, চাঞ্চল্য বালি নিশ্চিন্দা থানা এলাকায়

এই উন্নয়নমূলক প্রকল্প উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ আরও দ্রুততর করবে। উত্তরবঙ্গের পর্যটক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে এটি এক নতুন দিশা। পূর্ত দপ্তর আশা করছে, আগামী কয়েক মাসের মধ্যেই পুরো প্রকল্প সম্পূর্ণ হবে। নতুন বছরেই এই ফোর লেন চালু হলে সময় সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত হবে আরও সহজ ও আরামদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর