ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ নিয়ে মন্তব্যে উষ্মা প্রকাশ করেছে বিএনপি।সোমবার, মমতা বলেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা উচিত।তার এই মন্তব্যে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানার অভিযোগ করেছে বিএনপি। তাদের মতে মমতার এই বক্তব্য স্বাধীন বাংলাদেশের সম্মানহানি এবং এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে ক্ষুণ্ন করে। বিএনপির নেতারা মমতার বক্তব্যকে ‘অপ্রত্যাশিত’ ও ‘অবাঞ্ছিত’ বলে আখ্যা দিয়েছেন।
তৃণমূলের কোপে শান্তনু সেন, রোগী কল্যাণ সমিতি থেকে বাদ পড়লেন তিনি
‘অসাম্প্রদায়িক’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি যে কখনও ‘উদার’ ছিলেন, এটা তার বক্তব্যে আর বোঝা যাচ্ছে না। এখন তিনি এমন মন্তব্য করছেন যা বাংলাদেশে একেবারেই অশোভনীয় মনে হচ্ছে। রিজভি আরও বলেন মমতার এই বক্তব্যে তিনি কোনো হিন্দুত্ববাদী নেতার থেকে আলাদা নন। বাংলাদেশের জনগণ এখন হতবাক কেননা তারা মমতাকে একসময় ‘অসাম্প্রদায়িক’ ভাবতেন।তবে রিজভি এখানেই থামেননি।তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই তিস্তা চুক্তি বাস্তবায়িত হয়নি। তার দাবি ভারতের অনেক রাজনৈতিক নেতার মতো মমতাও বাংলাদেশের অধিকারকে তেমন গুরুত্ব দেন না।
একইসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরও মমতার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন।তার মতে মমতার এই মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট হুমকি। তিনি বলেন মমতার এই ধরনের মন্তব্য দেশের পক্ষে ক্ষতিকর এবং ভারতের রাজনৈতিক নেতাদের মনোভাবকে আরও খোলাখুলি প্রকাশ করেছে।এদিকে মমতার মন্তব্যে চরম আক্রমণ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন মমতা এমন মন্তব্য করেন যা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভুল।