আহত দুই পুলিশকর্মী

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর : বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুর এলাকায় ছেলের হাতে অত্যাচারিত হচ্ছিলেন বৃদ্ধ বাবা।এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়। রবিবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশের দাবি সিভিক ভলান্টিয়ারসহ দুই পুলিশকর্মীকে মারধর করা হয়েছে এমনকি এক পুলিশকর্মীর ওপর ছুরি এবং কাটারি নিয়ে আক্রমণ করা হয়।

কলকাতায় পেট্রল ও ডিজ়েলের দাম বাড়ল, সাধারণ মানুষের জন্য আবারও চাপ

পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রতিবেশীদের অভিযোগ এক ব্যক্তি ১০০ ডায়ালে ফোন করে জানিয়ে দেন যে প্রতিবেশী রুদ্রদেব ভট্টাচার্য তার বাবা বৃদ্ধকে ঘরে আটকে রেখে মারধর করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং বৃদ্ধকে উদ্ধার করতে গেলে রুদ্রদেব পুলিশের ওপর আক্রমণ চালায়। এক পুলিশকর্মীকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয় এবং অ্যাম্বুল্যান্সের কাচ ভেঙে দেওয়া হয়। সিভিক ভলান্টিয়ারও বাধা দিলে তাকেও মারধর করা হয়। পুলিশের একাধিক কর্মকর্তার দাবি ওই যুবক দীর্ঘসময় কাটারি হাতে রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে ভয় দেখাচ্ছিল।পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে আহত পুলিশকর্মী এবং বৃদ্ধকে উদ্ধার করে এবং অভিযুক্ত রুদ্রদেব ভট্টাচার্যকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে পরে গ্রেফতার করা হয়। আহত পুলিশকর্মী এবং বৃদ্ধকে চিকিৎসার জন্য এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে।

‘মৌলবাদের কাছে আত্মসমর্পণ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

স্থানীয় বাসিন্দাদের মতে এই হামলার পেছনে ছিল সম্পত্তি সংক্রান্ত বিবাদ। রুদ্রদেব প্রায়ই তার বৃদ্ধ বাবাকে মারধর করত। এদিনও সকাল থেকে তাকে আটকে রেখে অত্যাচার করছিল। প্রতিবেশীরা ভয় পেয়ে কিছু করতে পারেনি তাই তারা পুলিশে খবর দেয়।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর