অত্যাধুনিক স্কুল

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : কলকাতার চেতলা এলাকায় এখন এক নতুন স্বপ্ন দেখতে পাওয়া যাচ্ছে। ‘মেয়র’স স্কুল’। এক সময় যেখানে পুরনো এবং জরাজীর্ণ স্কুল ছিল, এখন সেখানে গড়ে উঠেছে একটি অত্যাধুনিক স্কুল, যেখানে পড়ুয়ারা পাবেন সম্পূর্ণ নতুন পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা। এখানে রয়েছে ডিজিটাল বোর্ড, এলইডি টিভি, প্রশস্ত হলঘর, বাতানুকূল ব্যবস্থা, এবং সর্বাধুনিক শিক্ষা পরিকাঠামো যা বেসরকারি স্কুলকেও চ্যালেঞ্জ জানায়।

জেলায় এখন উন্নত প্রযুক্তিতে হবে অস্ত্রোপচার , কোথায় কোথায় চালু হতে চলেছে এই প্রযুক্তি

স্কুলে পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে

কলকাতা পুরসভার স্কুলটি সংস্কার করে ‘মেয়র’স স্কুল’ হিসেবে নতুনভাবে তৈরি করা হয়েছে। এই স্কুলে পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে। স্কুলের দেয়ালে আঁকা রয়েছে প্রকৃতির চিত্র, সৌরজগতের ছবি, এবং নানা ধরনের গ্রাফিতি। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য রয়েছে আধুনিক ল্যাবরেটরি, যেখানে তারা হাতেকলমে বিভিন্ন বিষয়ে শিখতে পারবে। বিশেষভাবে, ‘গল্প ঘর’ বা লাইব্রেরি রয়েছে যেখানে শিশুদের জন্য কমিকসসহ নানা ধরনের বই পড়ার ব্যবস্থা আছে।এই স্কুলের ভিতরে রয়েছে আধুনিক শেডের ব্যবস্থা। যেখানে শিশুদের জন্য মিড–ডে মিল খাওয়ার জন্য আলাদা স্থান রাখা হয়েছে। স্কুল প্রাঙ্গণে রয়েছে একটি পার্ক যা সাজানো হয়েছে দোলনা, স্লিপ, এবং অন্যান্য খেলনা দিয়ে। দেওয়ালে নানা ধরনের কার্টুন আঁকা রয়েছে যা শিশুদের আনন্দদায়ক পরিবেশে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করবে।

শীতের আগমনে রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, সতর্ক থাকুন

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই স্কুলের উদ্বোধন করেছেন এবং তিনি বলেন ‘মেয়র’স স্কুল কলকাতা পুরসভার মডেল স্কুলগুলির মধ্যে একটি। মেয়র চান বেসরকারি স্কুলের মতো একটি ভাল পরিবেশ পুরসভার স্কুলগুলিতেও তৈরি হোক। তাই পুরসভার স্কুলগুলিকে নতুন করে সাজানো হচ্ছে, যাতে নিম্ন আয়ের পরিবারের শিশুরাও ভাল মানের শিক্ষা পেতে পারে।’

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর