উন্নত প্রযুক্তিতে হবে অস্ত্রোপচার

 

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : বাংলার জেলা হাসপাতালে এবার চালু হয়েছে ফর কে ল্যাপারোস্কোপিক সিস্টেম, যা চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। সাধারণ ল্যাপারোস্কোপিক সিস্টেমের তুলনায় এটি তিনগুণ বেশি কার্যকর এবং এর দামও বেশি। তবে, এর ফলে জেলার হাসপাতালেও এখন বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালের মতো উন্নত অস্ত্রোপচার করা সম্ভব হবে।

শীতের আগমনে রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, সতর্ক থাকুন

এই প্রযুক্তির ফলে অস্ত্রোপচার আরও নিখুঁত এবং কম ঝুঁকিপূর্ণ

শুক্রবার প্রথম এম আর বাঙুর হাসপাতালে এই আধুনিক সিস্টেম দিয়ে অস্ত্রোপচার করা হয়। সার্জারি বিভাগের প্রধান ডাঃ মাখনলাল সাহা জানান, এই নতুন সিস্টেমের সাহায্যে চিকিৎসকরা পেটের ভিতরের ছবি ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল রেজোলিউশনে দেখতে পারবেন। এর ফলে অস্ত্রোপচার আরও নিখুঁত এবং কম ঝুঁকিপূর্ণ হবে, কারণ পেট কাটতে হবে না এবং রক্তক্ষরণও কম হবে।এই সিস্টেমের মাধ্যমে স্নায়ু, গ্যাস্ট্রিক, হার্নিয়া এবং ক্যানসারের মতো জটিল অস্ত্রোপচার এখন জেলার হাসপাতালেও করা যাবে। ৭২০ বাই ৪৮০ পিক্সেল রেজোলিউশনের সাধারণ সিস্টেমের তুলনায় ফর কে সিস্টেমে ছবি অনেক বেশি স্পষ্ট এবং পরিষ্কার। এর মাধ্যমে চিকিৎসকরা আরও সুচারুভাবে অস্ত্রোপচার করতে পারবেন।

রান্নাঘরে থাকা এই উপাদানগুলি দিয়ে ত্বকের যত্ন করলেই নিমিষে ফিরবে ত্বকের উজ্জ্বলতা, কি সেই উপাদান জেনে নিন ?

এদিন, জলপাইগুড়ির বাসিন্দা মহম্মদ নূর আলমের অস্ত্রোপচারও করা হয় এই আধুনিক সিস্টেমে, যিনি দীর্ঘদিন ধরে ইসোফেগাসের জটিল সমস্যায় ভুগছিলেন। তার অস্ত্রোপচার সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করা হয়, যা সাধারণভাবে বেসরকারি হাসপাতালে কয়েক লাখ টাকা খরচ হত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর