ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছোট্ট মেয়ে ইয়ালিনী এখন এক বছর বয়সে পা দিল। মিষ্টি এই উপলক্ষে আজ সকালে চক্রবর্তীর পরিবারে চলছে উৎসব। সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে রাজ লিখেছেন “শুভ জন্মদিন আমার অমূল্য সম্পদ, আমার মেয়ে।” শুভশ্রীও একজোড়া আদুরে ছবি শেয়ার করেছেন যেখানে ইয়ালিনীকে খু্বই আনন্দে দেখা যাচ্ছে।
কলকাতা চলচ্চিত্র উৎসব ২০২৪, থাকছে ১৭৫ ছবি সহ বিশেষ থিম সং
শুভশ্রী সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন
এই বিশেষ দিনটি পরিবারে আনন্দে পূর্ণ হলেও তার বড় ভাই যুবানও তার ছোট বোন ইয়ালিনীর সঙ্গে বেশ আনন্দে সময় কাটাচ্ছে। ছবিতে স্পষ্ট বোঝা যায় যুবান ও ইয়ালিনীর মধ্যে বন্ধুত্ব দারুণ মধুর। সামাজিক মাধ্যমে একাধিক ছবিতে তাদের একসঙ্গে সময় কাটানো, গল্প শোনা ও খুনসুটির মুহূর্ত দেখা গেছে।শুভশ্রী সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। যেখানে যুবান তার ছোট বোনকে পাশে নিয়ে গল্প পড়ে শোনাচ্ছে এবং ইয়ালিনী তার দাদা যুবানের দিকে তাকিয়ে আছে। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “গল্প শোনার সময়।” যুবান এখন বড় দাদা, আর তার এই দায়িত্বের পরিচয় তার কাজে ধরা পড়ছে।
দিলজিতের কলকাতা শো নিয়ে উন্মাদনা, বিতর্ক ও ভক্তদের ভালোবাসা
রাজ ও শুভশ্রী পরিবারে নতুন সদস্যের আগমন ও তাদের প্রথম জন্মদিন উপলক্ষে যে আনন্দ প্রকাশ পেয়েছে, তা তাদের সামাজিক মাধ্যমে স্পষ্ট। একদিকে যেমন পরিবারের ছোট সদস্যদের নিয়ে ব্যস্ত, তেমনই আবার সিনেমা ও কাজেও তাঁদের মনোযোগ রয়েছে।