দিলজিতের কলকাতা শো

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : আজ ৩০ নভেম্বর শনিবার কলকাতাতে তার ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে রয়েছে তুমুল উত্তেজনা।কলকাতায় এসেই বাংলা সংস্কৃতির প্রেমে পড়েছেন দিলজিৎ। শহর ঘুরে বেড়ানোর সময় গুনগুন করলেন রবীন্দ্রসংগীত, “আমি শুনেছি সেদিন…,” যা ভক্তদের মুগ্ধ করেছে।

দার্জিলিং-এর  চিড়িয়াখানায় এসেছে নতুন অতিথি, জেনে নিন কোন অতিথি ?

দিলজিতের কলকাতার সফর কাটছে উচ্ছ্বাসে

কেবল গানেই নয় কলকাতার শোয়ের সাফল্যের প্রার্থনায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দিলেন দিলজিৎ। রামকৃষ্ণের ঘরে ধ্যানে মগ্ন হয়ে কাটালেন কিছুক্ষণ। ভক্তদের চোখে-মুখে ধরা পড়ল দিলজিতের প্রশান্ত চেহারা। এই দৃশ্য আরও একবার প্রমাণ করল তার আন্তরিকতা। দিলজিতের এই সফর শুধুই উচ্ছ্বাসে ভরা নয়। গানের মাধ্যমে মদ ও মাদকের প্রচার করার অভিযোগে তেলেঙ্গনা সরকারের তরফ থেকে আইনি নোটিস পেয়েছেন তিনি।

হাওড়া থেকে বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, যাত্রীদের দুর্ভোগ

বিতর্কের মুখে পড়ে সম্প্রতি লখনউয়ের শো থেকে দিলজিৎ সাফ জানিয়েছেন, “গানে মদের কথা নিষিদ্ধ হলে সিনেমাতেও মদ দেখানো বন্ধ হোক।” তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।এসব বিতর্কের মধ্যেও দিলজিতের শোয়ে মানুষের উন্মাদনা থামেনি। প্রতিটি শহরে কনসার্টের টিকিট বিক্রি হয়েছে মুহূর্তে। কলকাতার কনসার্টও তার ব্যতিক্রম নয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর