ব্যুরো নিউজ,২৮ নভেম্বর:বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি রাজ্য বিধানসভায়, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম অগ্নিমিত্রা পালকে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান। ফিরহাদের দাবি, আগামী নির্বাচনে আসানসোল দক্ষিণে তার কেন্দ্রেও পরাজিত হতে পারেন অগ্নিমিত্রা, যদি তিনি তৃণমূলে যোগ না দেন।এদিন, বিধানসভায় এক ভাষণে, অগ্নিমিত্রা রাজ্য সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তোলেন। তার পরেই স্পিকারের অনুমতি নিয়ে পাল্টা জবাব দেন ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে এত কুৎসা, অপপ্রচার করা সত্ত্বেও, উপনির্বাচনে ৬-০ হয়ে গেল।’ তিনি অগ্নিমিত্রাকে পরামর্শ দেন, যদি তৃণমূলে যোগ না দেন, তাহলে পরবর্তী বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রেই তাকে পরাজিত হতে হবে।
ভোটের মঞ্চে লড়াই তীব্রতর হচ্ছে
ফিরহাদের এই মন্তব্যের পর থেমে থাকেননি অগ্নিমিত্রা। তিনি সোজাসুজি ফিরহাদকে লক্ষ্য করে বলেন, ‘আমার নির্দিষ্ট নীতি ও আদর্শ রয়েছে, তার জন্য আমি বিজেপিতে আছি।’ অগ্নিমিত্রার বক্তব্যে স্পষ্ট যে, তিনি তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব অগ্রাহ্য করছেন। তিনি বলেন, ফিরহাদ হাকিমের বক্তব্যে দলের দখলদারি মানসিকতা ফুটে উঠেছে। তিনি আরো বলেন, ‘আমার পক্ষে দলের টিকিট না পেলেও, আমি কখনও অন্যের বাড়িতে গিয়ে চালে ঢিল মারব না।’ অগ্নিমিত্রা পাল আরো বলেন, ‘ফিরহাদবাবু যদি মহিলাদের সম্মান দেওয়ার কথা বলেন, তবে তিনি বিরোধী দলের মহিলাদের সম্মান কিভাবে দিতে হয়, সেদিকে নজর দিন।’ এর মাধ্যমে তিনি নারী সম্মান এবং রাজনৈতিক শিষ্টাচার নিয়ে তীব্র সমালোচনা করেছেন।২০২৬ সালের বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে এবং তৃণমূল-বিজেপির মধ্যে ভোটের মঞ্চে লড়াই তীব্রতর হচ্ছে।
তৃণমূলের প্যানেলিস্ট তালিকায় বড় পরিবর্তন, নতুন মুখের আগমন, পুরনোদের নিয়ে শুরু জল্পনা
এবারের উপনির্বাচনে বিজেপির ভরাডুবি এবং তৃণমূলের বিজয় এই রাজনীতির মহাযুদ্ধে এক নতুন মাত্রা যোগ করেছে। বিজেপি একের পর এক ইস্যু পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, আর এর ফলস্বরূপ দলের মধ্যে ভাঙন ও দলবদল নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গেছে।অগ্নিমিত্রা পাল, যিনি বিজেপির এক লড়াকু নেত্রী হিসেবে পরিচিত, তৃণমূলের বিরুদ্ধে বারবার সরব হন। তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ২০২৬ সালে তিনি বিজেপিতে কতটা টিকে থাকতে পারবেন, তা সময়ই বলবে। কিন্তু বুধবার ফিরহাদের মন্তব্যের যোগ্য জবাব দিয়ে অগ্নিমিত্রা যে এক শক্তিশালী নেত্রী, তা তিনি প্রমাণ করেছেন।