ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:সল্টলেকের পূর্বাচল আবাসনে একা থাকা ৭১ বছরের বৃদ্ধা ছায়া সেনগুপ্তের ওপর দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা ঘটেছে। গত শনিবার সকালেই, ফ্ল্যাটে প্রবেশ করে দুই দুষ্কৃতী তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে, তারপর তার আলমারি থেকে টাকা ও গয়না লুট করে পালিয়ে যায়। অভিযোগ, ওই দুষ্কৃতী শুভঙ্কর মুখোপাধ্যায়, আগে বৃদ্ধার ফ্ল্যাটে আয়ার কাজ করত। সে এক সপ্তাহ আগেই কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু তার আগে সে ফ্ল্যাটের নিরাপত্তা ব্যবস্থা এবং ধনসম্পত্তি সম্পর্কে জেনে নিয়েছিল।
কয়লা পাচারের অভিযুক্ত বিকাশ মিশ্র গ্রেফতার, নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ
গ্রেফতার
ধৃত শুভঙ্কর জানত, বৃদ্ধা একা থাকেন এবং তার ফোনের মাধ্যমে জানিয়ে দেয় যে, ইন্টারনেট সমস্যার সমাধানে আসবে। ফ্ল্যাটে ঢুকে, সে এবং তার সঙ্গী বৃদ্ধার গলা চেপে ধরে ইনজেকশন দেয়। এরপরেই, বৃদ্ধাকে অজ্ঞান করে তাদের ব্যবহৃত আলমারি থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাটি জানার পরে, বৃদ্ধা প্রতিবেশীদের সাহায্য নিয়ে পুলিশে খবর দেন। পুলিশ রাতেই অভিযুক্ত শুভঙ্করকে গ্রেফতার করে।
এনসিসি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বক্তব্য, গায়ানা সফরের কথাও শেয়ার করলেন তিনি
এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, দুষ্কৃতীরা ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা দিয়ে চলে যায় এবং চাবি ভিতরে ফেলে রেখে যায়। বৃদ্ধার যখন জ্ঞান ফেরে তখন তিনি প্রতিবেশীদের কাছে ঘটনাটি জানান। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে শুভঙ্করকে গ্রেফতার করে। এখন সঙ্গী ব্যক্তির খোঁজ চলছে।