ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর : রবিবার রাতে কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। রাত ৯টা ১০ মিনিট নাগাদ কার্ডিয়োলজি বিভাগের শৌচাগারে প্রথম আগুনের শিখা দেখতে পান রোগীর পরিজনেরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতাল চত্বরে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাসঃ দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ,শীতের আমেজ কি বাড়বে!
আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়

ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয় পুলিশ এবং দমকলের দুই ইঞ্জিন। পুলিশ ও হাসপাতালের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শৌচাগারে আগুন লাগার কারণে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কোনও রোগী, চিকিৎসক, কিংবা স্বাস্থ্যকর্মী আহত হননি। চিকিৎসার সরঞ্জামও অক্ষত রয়েছে। তবে শৌচাগারটি পুরোপুরি ধোঁয়ায় ঢেকে যায়, যা কিছুক্ষণ পরেই পরিষ্কার করা হয়। দমকল ও পুলিশের তরফে জানানো হয়েছে কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে।
আইপিএল নিলামের দ্বিতীয় দিন : কোন দলের হাতে কত টাকা আর কতজন ক্রিকেটার প্রয়োজন?
ঘটনাস্থলে উপস্থিত রোগীর পরিজনদের তৎপরতাই বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে। হাসপাতালের এক কর্মীর মতে, ‘অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গেছে। আগুন যদি কার্ডিয়োলজি বিভাগের ভিতরে ছড়িয়ে পড়ত তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারত।’

















