ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : ছোটবেলার মতো ছুটি কাটানোর আনন্দ এবার ছেলেকেও দিতে চান অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাই সুযোগ পেলেই ছেলে সহজকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়েন। এবার তাদের গন্তব্য ছিল বাঙালির প্রিয় সৈকত মন্দারমণি। অল্প সময়ের হলেও এই সফরে দারুণ মজা করেছে মা-ছেলে। সেই সুন্দর মুহূর্তগুলির কোলাজ ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমি আমার ছোট্ট হিরো আর সমুদ্রের ঢেউ। এই স্মৃতিগুলো আজীবন মনে থাকবে।’
কুলটিতে এসটিএফের হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
ট্রিপের বিশেষ আকর্ষণ

মন্দারমণিতে তাদের দিন শুরু হয়েছিল সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করে। এরপর সমুদ্রস্নান, সৈকতে ঘোরাঘুরি, আর চুটিয়ে খাওয়াদাওয়া। মেনুতে ছিল ডাব, ম্যাগি, মাছভাজা থেকে শুরু করে দুপুরে কবজি ডুবিয়ে ভাত-মাছের ভোজ। এই ছোট্ট সফরে প্রিয়াঙ্কা ও সহজ বোট রাইডেও অংশ নেন। সমুদ্রের ঢেউ আর খোলা আকাশের নিচে তাঁদের হাসি-মজায় ভরা মুহূর্তগুলোই ছিল সফরের বিশেষ আকর্ষণ।
রানিগঞ্জে ডিনামাইট বিস্ফোরণে গ্রামবাসীদের বিক্ষোভ
প্রিয়াঙ্কার মতে, এমন মুহূর্তগুলোই জীবনের সেরা উপহার। ‘সমুদ্রের ঢেউ, হাসি, আর খোলা আকাশের নিচে ছেলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই অমূল্য।’ মন্দারমণির ছোট্ট সফর যেন তাঁদের জীবনে সুখের নতুন রঙ এনে দিল।