ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তার পর এবার অ্যাকশনে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার বাংলা-ঝাড়খণ্ড সীমানার কুলটির কল্যানেশ্বরী এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। রবিবার তাদের আসানসোল আদালতে পেশ করা হয়েছে।
জেড্ডায় আইপিএল মেগা নিলাম, রেকর্ড দামের লড়াইয়ে কারা?
অস্ত্রগুলো ভিন রাজ্য থেকে আনা
কুলটির জাতীয় সড়ক লাগোয়া এক পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসটিএফের আধিকারিকরা ১০টি দেশি আগ্নেয়াস্ত্র এবং ৫৪ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেন। এর মধ্যে ছিল ৯ এমএম পিস্তলের ৪ রাউন্ড গুলি এবং ৮ এমএম বন্দুকের ৫০ রাউন্ড কার্তুজ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই অস্ত্রগুলো ভিন রাজ্য থেকে আনা হয়েছিল।গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত মিনারুল ইসলাম ও সফিকুল মণ্ডল মুর্শিদাবাদের ডোমকল থানার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র পরিবহণ ও মজুতের অভিযোগ আনা হয়েছে। এসটিএফ জানিয়েছে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
শৌচাগারে উদ্ধার ৪ বছরের শিশুর দেহ, রহস্য ঘনীভূত
এসটিএফের পরপর অভিযানে এলাকায় বেআইনি অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় পুলিশ নয় কেন বারবার এসটিএফকে অভিযানে নামতে হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।



















