রানিগঞ্জে ডিনামাইট বিস্ফোরণে

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ডিনামাইট বিস্ফোরণের জেরে তীব্র উত্তেজনা ছড়াল শনিবার বিকেলে। বিস্ফোরণের ফলে বড় পাথরের চাঁই ছিটকে গিয়ে আশপাশের এগাড়া গ্রামের সিং পাড়ার একাধিক বাড়ির ক্ষতি হয়। আতঙ্কিত গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা খনি এলাকায় দাঁড়িয়ে থাকা ডাম্পার, গাড়ি এবং অফিসঘরে ভাঙচুর চালায়।

শৌচাগারে উদ্ধার ৪ বছরের শিশুর দেহ, রহস্য ঘনীভূত

আতঙ্কে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান গ্রামবাসীরা

শনিবার বিকেলে নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ডিনামাইট বিস্ফোরণের সময় হঠাৎ সাইরেন বাজতে শুরু করে। সঙ্গে সঙ্গে এগাড়া গ্রামের সিং পাড়ার বেশ কিছু বাড়ি কেঁপে ওঠে। কারও বাড়ির টালি ভেঙে পড়ে আবার কারও অ্যাজবেস্টাস ফুটো হয়ে বড় পাথরের চাঁই ঢুকে যায় বাড়ির ভেতরে।গ্রামবাসীরা জানান দুর্ঘটনার সময় কেউ ঘুমাচ্ছিলেন কেউ বারান্দায় চা খাচ্ছিলেন। হঠাৎ ছাদ ভেঙে পড়তে শুরু করায় আতঙ্কে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান।ঘটনার পর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে খনি এলাকায় বিক্ষোভ দেখান। দাঁড়িয়ে থাকা ডাম্পার ও গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে খনি কর্তৃপক্ষের অফিসঘরেও ভাঙচুর হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে খনির আধিকারিক এবং কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

সাতসকালে উল্টোডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২টি ঘর

এগাড়া গ্রামের বাসিন্দারা দাবি করেন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে খনিতে ডিনামাইট ফাটানো হয়েছিল। এর ফলেই বড় বড় পাথর ছিটকে গ্রামে এসে পড়েছে এবং বাড়িঘর ভেঙেছে। ক্ষতিগ্রস্তরা খনি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও বাড়ি মেরামতের দাবি জানিয়েছেন।এই খনিটি ইসিএল কুনুস্তরিয়া এরিয়ার অধীনে। গ্রামবাসীদের প্রশ্ন, কেন ডিনামাইট বিস্ফোরণের আগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা অব্যাহত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর