ব্যুরো নিউজ,২২ নভেম্বর:দিল্লি হাই কোর্টে স্বস্তি পেলেন না আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।আবগারি দুর্নীতি মামলায় নিম্ন আদালত থেকে পাঠানো সমন খারিজের জন্য কেজরী হাই কোর্টে আবেদন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি মনোজ কুমারের একক বেঞ্চ আপাতত কোনো স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। কেজরীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কুমার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মতামত জানতে চেয়েছেন। আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
প্রকাশ্যে এলেন খালেদা জিয়াঃ সশস্ত্র বাহিনী দিবসে ১২ বছর পর অংশগ্রহণ
কেজরী’র ভবিষ্যত
এটা ছিল কেজরীর জন্য আরেকটি আঘাত, কারণ নিম্ন আদালত কেজরীকে পাঠানো সমন খারিজ করতে অস্বীকার করেছিল। এর পরেই তিনি হাই কোর্টে আবেদন করেন। কেজরী এবং তার আইনজীবীরা অভিযোগ করেছেন যে, যে অভিযোগ ইডি এই মামলায় জমা দিয়েছে, তা গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে আপত্তি তুলেছেন।এটা উল্লেখযোগ্য যে, চলতি বছরের ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। কিছুদিন পর সিবিআই-ও মামলা দায়ের করে। একাধিক বার জামিন পাওয়া সত্ত্বেও কেজরী ছ’মাস জেলে ছিলেন, কিন্তু সেপ্টেম্বর মাসে জামিনে মুক্ত হন। যদিও জামিনের শর্ত ছিল কঠোর, যেখানে বলা হয়েছিল তিনি জেল থেকে বেরিয়ে কোনও অফিসিয়াল কাজ করতে পারবেন না বা ফাইলে সই করতে পারবেন না।
আদানি গ্রুপে ঘুষ কাণ্ডঃ সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ, তৈরি নতুন বিতর্ক
জেল থেকে মুক্তি পাওয়ার পর কেজরী দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং বর্তমানে তিনি প্রশাসনিক পদে নেই। এই আবগারি দুর্নীতি মামলায় হাই কোর্টের পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, তখন হয়তো স্পষ্ট হবে কেজরী’র ভবিষ্যত।