ব্যুরো নিউজ,২১ নভেম্বর:পাকিস্তানের বান্নু এলাকায় মঙ্গলবার এক ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এদিকে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মালি খেল চেকপয়েন্টের কাঠামো এবং সেনাবাহিনীর একাধিক গাড়িও। এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী।
প্রধানমন্ত্রীর গ্রামীণ আবাস যোজনায় গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের নতুন পদক্ষেপ
পুলিশকর্মীদের মুক্তি
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, হামলাকারী একটি বিস্ফোরক বোঝাই গাড়ি চেকপয়েন্টের কাছে উড়িয়ে দেয় এবং পরে তার সহযোগীরা সেখানে গুলি চালাতে শুরু করে। এক আধিকারিক জানিয়েছেন, প্রথমে ১০ জন সেনা সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে জানা যায়, নিহতদের সংখ্যা ১২। এ ছাড়া, হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন।এর আগে, সোমবার, পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশের তিরাহ এলাকায় একটি সংঘর্ষে আট সেনা নিহত হয়। একই সঙ্গে, সেখানে নয়জন সন্ত্রাসীও নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), যারা পাকিস্তান তালিবান নামেও পরিচিত। তারা দাবি করেছে যে, পাক সেনাবাহিনী তাদের এক যোদ্ধাকে খোঁজার জন্য অভিযান শুরু করেছিল, এবং সেই কারণে সোমবারের হামলা চালানো হয়।
দক্ষিণ ২৪ পরগনার ৪১টি নার্সিংহোমকে শোকজ, উঠছে অনিয়মের অভিযোগ
এছাড়া, সোমবার এবং মঙ্গলবারের হামলার পর, পাকিস্তানে সাতজন পুলিশকর্মীকে অপহরণ করা হয়েছিল। তবে পরে, স্থানীয় এক আদিবাসী পরিষদের হস্তক্ষেপে অপহৃত পুলিশকর্মীদের মুক্তি দেওয়া হয়।