ব্যুরো নিউজ, ২১ নভেম্বর : টিআরপি তালিকার শীর্ষে এবার জায়গা দখল করেছে ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’, যার রেটিং ৭.১। দীর্ঘ সময় ধরে চলা এই সিরিয়ালটি দর্শকদের আগ্রহ বজায় রাখতে সক্ষম হয়েছে। ‘জগদ্ধাত্রী’ প্রায় তিন বছর ধরে চলে আসছে এবং প্রতিনিয়ত নতুন মোড় এনে দর্শকদের আকর্ষণ করছে। এমন সময় যখন প্রায় ৩-৪ মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে ।তখন এতদিন ধরে সফলভাবে চলতে থাকা একটি সিরিয়াল বিশেষভাবে উল্লেখযোগ্য।
মাইথন ড্যামে ডুবে ৩ ছাত্রের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
কোন সিরিয়ালের কত টিআরপি দেখে নিন
দ্বিতীয় স্থানে রয়েছে জলসার দুটি সিরিয়াল— ‘কথা’ এবং ‘গীতা এলএলবি’, যার রেটিং ৭.০। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’, যার প্রাপ্ত রেটিং ৬.৭। এই সিরিয়ালটি নতুন স্লটে সম্প্রচার শুরু করার পর কিছুটা ভালো ফল পেয়েছে। তবে, ‘নিম ফুলের মধু’ যে স্লট পরিবর্তনের পর কিছুটা পিছিয়ে পড়েছে, তা দেখা গেছে। নতুন স্লটে এটি এখন সাত নম্বরে চলে এসেছে, তবে তার রেটিং এখনও ৫.৬। ‘কোন গোপনে মন ভেসেছে’ (৬.৬) এবং ‘উড়ান’, ‘রাঙামতি তীরন্দাজ’ (৬.৪) যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। ছয় নম্বরে আছে ‘আনন্দী’ (৬.১)। অন্যদিকে, ডায়মন্ড দিদি, অনুরাগের ছোঁয়া, এবং হরগৌরী পাইস হোটেল একসঙ্গে ৫.৫ রেটিং পেয়েছে।
রাজ্যজুড়ে অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০, উদ্ধার বিপুল মাদক
এবারের টিআরপি তালিকায় নন-ফিকশন শোগুলির রেটিং কিছুটা কমেছে। ‘দিদি নম্বর ১’ সানডে ফিকশন মাত্র ৪.৫ রেটিং পেয়েছে, যা পূর্বের তুলনায় অনেকটাই কম। অন্যদিকে, ‘গানের রিয়েলিটি শো সারেগামাপা’ কিছুটা ভালো ফল করেছে, যার রেটিং ৪.৭।