নীতা আম্বানির মতো নিজেকে সুন্দরী দেখাতে চান?

ব্যুরো নিউজ,২১ নভেম্বর:কিছুদিন আগে নীতা আম্বানি ৬০ বছরে পা দিয়েছেন। কিন্তু তাকে দেখলে বোঝার উপায় নেই। তাকে যেকোনো পোশাকে এবং যেকোনো সাজে অসাধারণ সুন্দরী লাগে। তবে তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে শাড়িতে। নীতা আম্বানির শাড়ির কালেকশন দেখলে অবাক হতে হয়। হ্যান্ডলুমের শাড়িতে তাকে প্রায়শই দেখতে পাওয়া যায়। কাঞ্জিভরম, বেনারসি শাড়ি তিনি বেছে নেন বিভিন্ন উৎসবে। এছাড়াও শিফন, ক্রেপ, জর্জেটেও তাকে দেখতে পাওয়া যায় এবং তিনি সব ধরনের শাড়ি দারুন ক্যারি করতে পারেন।

আত্মীয়দের নাক গলানো থেকে বাঁচবেন কীভাবে?

তার মতন সাজতে চান অনেকেই


নীতা আম্বানি যখন সিকুইন করা শাড়ি বা জর্জেট শাড়ি পরেন তখন তিনি ভরসা রাখেন মনিশ মালহোত্রার ডিজাইনে।সভারী এমব্রয়ডারি কাজ করা শাড়ি পরলে তিনি ভরসা রাখেন তরুণ তহলিয়ানি আর আবু জানি সন্দীপ খোসলার উপর।সমস্ত শাড়ীর সঙ্গে নীতা আম্বানিকে সুন্দর করে সাজান মিকি কন্ট্রাকটর। নিতা আম্বানি, ভরসা করেন মিকি কন্ট্রাকটর এর ওপর।মিকি জানে কোন শাড়ির সঙ্গে কেমন সাজালে নীতা আম্বানি কে অসাধারণ রূপসী লাগবে। নীতা আম্বানি নিজেই অনেকের স্টাইল আইকন। তার মতন সাজতে চান অনেকেই।

ফ্রিজের ভিতর গুছিয়ে রাখার সহজ উপায় ফ্রিজস্কেপিং, কি এই ফ্রিজস্কেপিং জেনে নিন ?

বাঁধনি শাড়ির প্রতি আলাদাই টান অনুভব করেন নীতা আম্বানি। বাঁধনি শাড়ি পরলে নীতা আম্বানি বেছে নেন মুক্তোর গয়না। নীতা আম্বানি কোন অনুষ্ঠানে যাচ্ছেন সেটা মাথায় রেখে সব সময় শাড়ির রং পছন্দ করতে ভালোবাসেন। আর সেই অনুযায়ী গয়না এবং সাজে বদল আনেন তিনি। আর সেটা করেন মিকি কন্ট্রাক্টর। তাহলে যদি আপনি নীতা আম্বানির থেকে স্টাইল স্টেটমেন্ট এর টিপস নিতে চান   তাহলে তার সাজ পোশাক ভালোভাবে মন দিয়ে ফলো করুন।আপনাকেও লাগবে তার মতো সুন্দরী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর