সান্দাকফুতে

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর : সান্দাকফুতে বেড়াতে গিয়ে কলকাতার ৫৮ বছর বয়সী আশিস ভট্টাচার্যের মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান। কলকাতার ভবানীপুরের বাসিন্দা আশিস। তার পরিবারসহ দার্জিলিং থেকে সান্দাকফুর উদ্দেশে রওনা দিয়েছিলেন। গত ১৯ নভেম্বর তারা দার্জিলিং থেকে যাত্রা শুরু করেন এবং পথের মধ্যে ধোতরেতে রাত কাটান। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট অনুভব হলে তাকে দ্রুত সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হুগলি জেলায় ৮ হাজার নতুন শৌচালয় উদ্বোধন, স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ

প্রশাসনের কড়া নির্দেশ

এই বছর এটি দ্বিতীয় ঘটনা। প্রথমে মে মাসে উত্তর দিনাজপুরের এক ২৯ বছর বয়সী পর্যটকও একইভাবে মারা যান। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান ১১,৯২৯ ফুট উঁচু এবং এটি সাধারণত ট্রেকিংয়ের জন্য জনপ্রিয়। তবে এখন সেখানে ল্যান্ডরোভার গাড়ি চলাচল করে। যার কারণে পর্যটকরা ট্রেকিং না করে গাড়ি দিয়ে পৌঁছাতে পারেন।প্রশাসন জানায় এবার পর্যটকদের জন্য আরও কড়া নিয়ম চালু করার পরিকল্পনা চলছে। আগামী সপ্তাহ থেকে শারীরিক পরীক্ষা ও স্বাস্থ্য নির্দেশিকা চালু হতে পারে।

আত্মীয়দের নাক গলানো থেকে বাঁচবেন কীভাবে?

প্রশাসনিক কর্মকর্তারা বলছেন সান্দাকফু বা ফালুটের মতো উচ্চতায় শারীরিক সমস্যাগুলো স্বাভাবিক হতে পারে কারণ সেখানে অ্যাক্লাইম্যাটাইজেশন (অবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া) যথাযথভাবে করা না হলে সমস্যা হয়। এমনকি রক্তচাপ ও উচ্চতার কারণে আশিসের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর