ব্যুরো নিউজ,২১ নভেম্বর:তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঝাড়খণ্ডে ভারতীয় জাতীয়তা জোট (ইন্ডিয়া) ৪৮টি বা তার বেশি আসনে জয়লাভ করতে পারে, অর্থাৎ তাদের হাতে পরিস্কার সংখ্যাগরিষ্ঠতা আসবে। তবে মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে তিনি সেভাবে কিছু বলছেন না। তার মন্তব্য অনুযায়ী, মহারাষ্ট্রের ফলাফল নিয়ে কিছু বলা কঠিন, কারণ সেখানে যে কোনো পক্ষের জেতার সম্ভাবনা রয়েছে।
হুগলি জেলায় ৮ হাজার নতুন শৌচালয় উদ্বোধন, স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ
সঠিক অনুমান ফলাফলের দিনই জানা যাবে
ঝাড়খণ্ডে নির্বাচন নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। একাধিক এক্সিট পোল সমীক্ষায় উঠে এসেছে ভিন্ন ভিন্ন ফলাফল। কিছু সমীক্ষা বলছে, এনডিএ জোট, যা বিজেপি ও আজসুর সঙ্গে রয়েছে, তাদের ৪২ থেকে ৪৭টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ইন্ডিয়া জোট, যা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসকে নিয়ে গঠিত, ২৫ থেকে ৩০টি আসন পেতে পারে। আবার কিছু সমীক্ষায় ইন্ডিয়া জোটের ৫৩টি আসন পাওয়ার কথা বলা হচ্ছে, যেখানে এনডিএ জোট ২৫টি আসন পেতে পারে। তবে পরিস্থিতি সম্পর্কে সঠিক অনুমান ফলাফলের দিনই জানা যাবে।
প্রায় পাঁচ মাস এক শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে না যাওয়ায় বিধায়ক অসিত মজুমদারের কাছে বকা খেলেন দিদিমণি
মহারাষ্ট্রের বিষয়ে দেবাংশু কিছু বলার থেকে নিজেকে বিরত রেখেছেন।বিভিন্ন এক্সিট পোলের তথ্য বলছে, মহাযুতি (বিজেপি নেতৃত্বাধীন জোট) ১৫০ থেকে ১৮২টি আসন পেতে পারে, এবং মহা বিকাশ আঘাড়ি (কংগ্রেস নেতৃত্বাধীন জোট) ৯৭ থেকে ১৩০টি আসন পেতে পারে। তবে দেবাংশু তার মন্তব্যে মহারাষ্ট্রে কোন পক্ষের জয়ী হওয়ার বিষয়ে কোনো সুষ্পষ্ট মন্তব্য করেননি।এদিকে, নির্বাচনের ফলাফল নিয়ে অনেকেই বিশ্লেষণ করছেন, এবং এক্সিট পোলগুলোর দিকে তাকিয়ে আছেন। দেবাংশুর ভবিষ্যদ্বাণী নিয়ে সবার আগ্রহ বাড়লেও, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভোটের ফলাফলের উপরেই নির্ভর করবে।