বোরখা পরিহিত মহিলাদের ব্যবহার করেছে

ব্যুরো নিউজ,২১ নভেম্বর:উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে সপা (সমাজবাদী পার্টি)-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানান, উপনির্বাচনে সপা ভোট জিততে বোরখা পরিহিত মহিলাদের ব্যবহার করেছে। এই মহিলারা একের পর এক ছাপ্পা ভোট দিয়েছেন এবং বিজেপির সমর্থকদের ভোট দিতে বাধা দিয়েছেন। ভূপেন্দ্র চৌধুরী দাবি করেন, সপা রাজ্যের ভোট প্রক্রিয়া ব্যাহত করার জন্য ‘অনাচার, গুন্ডাগিরি ও মাফিয়ারাজ’ কায়েম করছে।

আন্দোলন শুরু করা তরুন এখন বৃদ্ধ, সালকিয়া উড়ালপুল প্রকল্প এখনও অসম্পূর্ণ

ছাপ্পা ভোট


এছাড়া, ভূপেন্দ্র চৌধুরী অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টির বিরুদ্ধে আরও অভিযোগ করেন, যে তারা বহিরাগতদের এনে জড়ো করেছে এবং আইন-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেছে। তিনি বলেন, সপা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে এবং এজন্যই বাইরে থেকে লোক এনে ভোট জালিয়াতি করেছে। বিজেপির দাবি, যে মহিলারা বোরখা পরিহিত ছিলেন, তাদের পরিচয় যাচাই না করেই ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এই সমস্ত ভোটাররা অন্য জায়গা থেকে এসেছিলেন এবং ভুয়ো ভোটার কার্ড তৈরি করে ছাপ্পা ভোট দিয়েছেন বলে অভিযোগ।

আর জি কর হাসপাতালের খুন-ধর্ষণ মামলায় ফরেন্সিক সাক্ষ্যগ্রহণ, তদন্তে কি নতুন মোড়?

ভূপেন্দ্র চৌধুরী আরও দাবি করেন, সপা জঙ্গলরাজ কায়েম করতে চাইছে এবং তাদের এই আচরণ স্পষ্টভাবে প্রমাণ করেছে। তিনি বলেন, বিজেপি রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের দল এই ধরনের বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।এছাড়া, বিজেপি এও দাবি করেছে যে, সপা নেতৃত্ব এই ঘটনার জন্য ‘ভিকটিম কার্ড’ খেলে নিজেদের আহত হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে। ভূপেন্দ্র চৌধুরী বলেন, সপা খুব ভালো করেই জানে, জনগণ আর বিশৃঙ্খলা ও অপরাধকে সমর্থন করছে না, তারা শান্তি চায়। বিজেপি নেতার মতে, নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য তাদের দল সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর