হাসপাতালে সাপের আতঙ্ক

ব্যুরো নিউজ ২০ নভেম্বর : গত দু’দিনে দুর্গাপুরের  কালনা মহকুমা হাসপাতালের নার্সিং হস্টেল এবং চিকিৎসকদের রেস্ট রুম থেকে পরপর দু’টি কেউটের বাচ্চা উদ্ধার হয়েছে। এই ঘটনায় রোগী চিকিৎসক এবং হাসপাতালের কর্মীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রথম সাপটি উদ্ধার হয় নার্সিং হস্টেলের একটি ঘর থেকে। পরের দিন পুরনো বিল্ডিংয়ের রেস্টরুম থেকে আরেকটি সাপের বাচ্চা পাওয়া যায়।

আদালত চত্বরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ: নিরাপত্তার ঘেরাটোপে উত্তপ্ত পরিস্থিতি

আরও সাপ থাকার সম্ভাবনা

হাসপাতালের কর্মীদের দাবি রাতে কাজের প্রয়োজনে বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয়। ফলে সাপের কামড়ের আশঙ্কা তাদের ঘুম কেড়ে নিয়েছে। এর আগেও এই হাসপাতালে চন্দ্রবোড়া ও গোখুরো সাপ উদ্ধার হয়েছে। কেউটের উপস্থিতি আতঙ্ক আরও বাড়িয়েছে।হাসপাতালের পাশে রেললাইন ঘেঁষা এলাকায় ছোট ঝোপঝাড় ও ঘাসে ভরা স্থান থাকায় সাপের উপদ্রব বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সর্প বিশারদদের মতে কেউটে সাপ একসঙ্গে ৫০-৬০টি ডিম পাড়ে। যার মধ্যে অধিকাংশ থেকেই বাচ্চা জন্মায়। ফলে আরও সাপ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে। আশপাশের জঙ্গল পরিষ্কার শুরু হয়েছে। স্থানীয় পঞ্চায়েতগুলিকে সহযোগিতার অনুরোধ করা হয়েছে। নিকাশি নালা নেট দিয়ে ঘিরে দেওয়ার জন্য পূর্ত দফতরকে জানানো হয়েছে।

রাজ্যপালের মন্তব্যে তৃণমূলের পাল্টা জবাব, বিজেপির সমালোচনা

সর্পপ্রেমী একজন সাপ দুটি উদ্ধার করেছেন এবং জানান, আরও কেউটে থাকতে পারে। ফলে রোগী এবং কর্মীদের সুরক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। হাসপাতাল সুপার বলেন, “ঘাস পরিষ্কার এবং কীটনাশক প্রয়োগের ব্যবস্থা নিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর