ব্যুরো নিউজ,২০ নভেম্বর:বাংলাদেশে মুক্তির পথে উইনডোজ প্রোডাকশনের ব্লকবাস্টার ছবি ‘বহুরূপী’। আগামী ডিসেম্বর মাসে ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। ছবিটির প্রযোজনা সংস্থা জানিয়েছে, এই মুক্তি দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের একটি বড় উদাহরণ হতে চলেছে। ‘বহুরূপী’ ছাড়া, বাংলাদেশের জনপ্রিয় ছবি ‘দামাল’ও ভারতীয় দর্শকদের জন্য মুক্তি পাবে। যা সাফটা চুক্তি অনুযায়ী হয়ে উঠেছে এক নতুন বিনিময়।
অভিষেক-নিমরত সম্পর্কের গুঞ্জন! মুখ খুললেন অভিনেত্রী
ভারতীয় দর্শকদের জন্য মুক্তি পাবে বাংলাদেশের ‘দামাল’
‘ইউরোপের খাবার একদম ভাল লাগে না, সবগুলোই একদম বিস্বাদ’ এ কি বললেন সুস্মিতা সেনের!
এ বিষয়ে পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এক সংবাদ মাধ্যমকে কে জানান, ‘এই চুক্তির আওতায় বাংলাদেশে ‘বহুরূপী’ মুক্তির পাশাপাশি, ভারতের দর্শকরা ‘দামাল’ দেখার সুযোগ পাবেন। এটা বাংলা সিনেমার জন্য এক বড় গর্বের বিষয়।’ তিনি আরও বলেন ‘আমরা অপেক্ষা করছি কবে বাংলাদেশ থেকে ‘বহুরূপী’ মুক্তি পাবে? কারণ ওপারের দর্শকরা আমাদের ছবিটি দেখার জন্য উদগ্রীব।’
শিবপ্রসাদ আরও বলেন, ‘বহুরূপী’-এর বিষয়বস্তু এবং আর্ট ফর্ম ওপার বাংলার দর্শকদের জন্যও একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। কারণ এই সংস্কৃতির সঙ্গে দুই বাংলার ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে সম্পর্কিত। এই ছবির মুক্তির জন্য এখনও কিছু সরকারি অনুমতির অপেক্ষা রয়েছে যা শীঘ্রই মিলবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।