ব্যুরো নিউজ ২০ নভেম্বর : এক সময় যে করোনা ভাইরাস সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছিল। কোটি মানুষের জীবন কেড়েছিল সেই ভাইরাসই এবার ক্যানসার প্রতিরোধে হতে পারে বিশল্যকরণী। সম্প্রতি লন্ডনের “নর্থ ওয়েস্টার্ন মেডিসিন ক্যানিং থোরাসিক ইনস্টিটিউট”-এর গবেষণায় জানা গেছে, করোনা ভাইরাস প্রায় ৭০ শতাংশ টিউমার ধ্বংস করতে সক্ষম। এই যুগান্তকারী গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন’-এর নভেম্বর সংখ্যায়।

২০২৫-এ ভারতে মেসি? কেরলের ক্রীড়ামন্ত্রীর দাবি উসকে দিল উত্তেজনা
করোনা ভাইরাসই মারণ রোগের হাতিয়ার
গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাসের আরএনএ শরীরে প্রবেশ করে ক্যানসার কোষের কার্যকলাপ স্তব্ধ করে দেয়। বিশেষত স্তন, লিভার, ফুসফুস, কোলন এবং ম্যালানোমা ক্যানসারের ক্ষেত্রে এর ফলাফল অত্যন্ত ইতিবাচক। ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যেই ক্যানসার রোগীদের ওপর এই থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।এই গবেষণার অন্যতম প্রধান মুখ হলেন ভারতীয় গবেষক ডা. অঙ্কিত ভরত। তার মতে “প্রথমদিকে আমরা বিষয়টি বুঝতে পারিনি। কিন্তু করোনা থেকে সুস্থ হওয়ার পর রোগীদের অন্যান্য উপসর্গ হঠাৎই কমে আসতে শুরু করল। এতে আমাদের আগ্রহ বেড়ে যায়।” তিনি আরও জানানচ কোভিড-১৯ ভাইরাসের আরএনএ যখন মনোসাইটে পরিবর্তিত হয় তখন তা ক্যানসার কোষকে ধ্বংস করতে শুরু করে।
কলকাতা হাই কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় আজ
গবেষণার সময় দেখা গেছে কোভিড অতিমারীর সময় অনেক ক্যানসার আক্রান্ত রোগী আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে ওঠেন। এই পর্যবেক্ষণ থেকেই গবেষকরা এর গভীরে অনুসন্ধান শুরু করেন।যদিও পুরো বিষয়টি এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে ।এই গবেষণা ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। কেরি ভাইরাস যেমন একসময় মানব সভ্যতার আতঙ্ক ছিল। সেই ভাইরাসই এখন মারণ রোগ নির্মূলের হাতিয়ার হয়ে উঠতে পারে।