ব্যুরো নিউজ ১৬ নভেম্বর : জোহানেসবার্গের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ফলে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজের বিশ্ব জয় করল ভারত ।১৩৫ রানে জয় পেল মেনএর-ইন -ব্লু। আর তিলক ভরমা ও সঞ্জু সেনশনের বিধ্বংসী ব্যাটের মাথা তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।
২০২৫ সালের কলকাতার বইমেলাতে কি বাংলাদেশ থাকবে না?
তিলক সঞ্জুর বিধ্বংসী ব্যাটে সঙ্গত অর্শদীপ বরুণের
টানটান এই ম্যাচে অনেকেই আশা করেছিলেন দক্ষিণ আফ্রিকা আগের দুটি ম্যাচে হারলেও এবার প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু ভারতের দুই ব্যাটসম্যান তিলক বার্মা ৪৭ বলে ১২০ রান করে নট আউট থাকেন আর সঞ্জুসেন করেছেন ১০৯ রানে নট আউট। সঞ্জুর ব্যাট থেকে এসেছে নটি ওভার বাউন্ডারি ও ছটি বাউন্ডারি অপরদিকে তিলকের ব্যাট থেকে এসেছে ১০ টি ওভার বাউন্ডারি ও নটি বাউন্ডারি। এই অবিশ্বাস্য স্টাইব রেটে দুই ব্যাটসম্যান পঙ্গু করে দেয় দক্ষিণ আফ্রিকাকে। সেই সঙ্গে বোলিংয়ে চাপ ফেলে গেলেন অর্শদীপ সিং । কুড়ি রান দিয়ে প্রোটিয়াদের তিনটি উইকেট তুলে নেন সেই সঙ্গে বরুণ চক্রবর্তী ৪২ রানে দুই উইকেট নিয়ে স্পিনের ভেলকি দেখালেন। প্রথম ব্যাট করতে নেমে ভারত কুড়ি ওভারে ২৮৩ রান করে । এরপর দক্ষিণ আফ্রিকা মুড়িয়ে যায ১৮.২ ওভারে ১৪৮ রানে । দক্ষিণ আফ্রিকার স্যাটারদের মধ্যে একমাত্র স্ট্যাবস ৪৩ রান করে এছাড়া আর তেমন কেউ ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রোটিয়াদের পড়া সমালোচনা করেছেন সে দেশের ক্রিকেট বিশেষজ্ঞরাও গুরুত্বপূর্ণ এই ম্যাচে অন্তত চারটি সহজ ক্যাচ মিস করেছে পটিয়ারা। ওই কাজগুলি আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে অতি সহজ বলেই ধরে নেওয়া হয়। কিন্তু কেন এত ঢিলের আলা ফিল্ডিং তার রহস্য খুঁজে পাইনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বমানের ফিল্ডার জন্টি রোড এই ক্যাচ ফেলার দৃশ্য দেখলে কি হত তা বলা যায় না তিনি দেখেছেন কিনা সে কথা মাঠে থাকা দর্শকরা জানেন না।
রোহিত শর্মার পরিবারে খুশির আমেজ, দ্বিতীয়বার বাবা হলেন ‘হিটম্যান’
কার্যত সিংহের ডেরায় সিংহবধ করে মাথা উঁচু করে মাঠ থেকে বেড়ালো ভারতের খেলোয়াড়রা। যে ধরনের ব্যাট তিলক ও সঞ্জু করল তাতে খুব শীঘ্রই তাদের ভারতীয় দলের অন্তর্ভুক্ত হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা।