নিমতলা ঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর : শুক্রবার গভীর রাতে কলকাতার নিমতলা ঘাটের কাছে ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত দেড়টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লেগে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। গুদামে থাকা দাহ্য বস্তু এবং গঙ্গার হাওয়ার কারণে আগুন আরও ভয়াবহ আকার নেয়।

শীতের শুরুতে ফের ডেঙ্গির প্রকোপ, মুর্শিদাবাদে সতর্কতা বৃদ্ধি

স্থায়ী পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে

দমকল বাহিনীর ২০টি ইঞ্জিন প্রায় ছয় ঘণ্টা ধরে প্রচেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়া আটকাতে সক্ষম হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। শনিবার সকালেও সাদা ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে।ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অন্তত ১৫-১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সময় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার ফাটার কারণেই এই অগ্নিকাণ্ড।দমকলমন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় বিধায়ক তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী শশী পাঁজা জানান, আপাতত কমিউনিটি হল ব্যবহার করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পরে স্থায়ী পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সন্ধ্যার আড্ডায় কাবাব প্রেমীদের জন্য বানিয়ে ফেলুন রেসিপি চিকেন টিকিয়া কাবাব

কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর। শহরের ব্যস্ততম এলাকায় এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর