মুর্শিদাবাদে ডেঙ্গির প্রকোপ

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর :শীতের শুরুতেই আবারও ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে মুর্শিদাবাদ জেলায়। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯ জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এই তিনজনকে চিকিৎসার জন্য সিসিইউতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে আক্রান্তদের মধ্যে অনেকেই জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে পাঠানো হয়েছে। আবার অনেকেই সরাসরি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়েছেন।

ঝাঁসি মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডে ১০ সদ্যোজাতের মর্মান্তিক মৃত্যু

এলাকায় বেশ উদ্বেগের সৃষ্টি করেছে

“মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর তার পরিবার চোর” বিস্ফোরক শুভেন্দু

দু’দিন আগেই ২৪ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত দু’জন রোগী এবং ম্যালেরিয়া আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। যা এলাকায় বেশ উদ্বেগের সৃষ্টি করেছে। মৃত দুই ডেঙ্গি রোগীর মধ্যে একজন সুতির বাসিন্দা ছিলেন। যিনি সরাসরি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অন্যজন সাগরপাড়া থেকে স্থানান্তরিত হয়ে হাসপাতালে এসেছিলেন।

এ বিষয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অমিত কুমার দাঁ জানান, ‘এদিন হাসপাতালের সঙ্কটজনক বিভাগের (সিসিইউ) তিনজন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছেন, এবং জেলাজুড়ে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে’ তিনি আরও বলেন, ‘এখন আমরা পরিস্থিতি মনিটর করছি এবং হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জাঁকিয়ে শীতের অপেক্ষায়! কলকাতায় তাপমাত্রা নামবে আরও

এখনকার পরিস্থিতি দেখে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দফতর সতর্কতা জারি করেছে। ডেঙ্গি থেকে রক্ষা পেতে নিয়মিত ভাবে মশারি ব্যবহার, স্যানিটেশন বজায় রাখা এবং জল জমে থাকা স্থানগুলিতে ব্লিচিং পাউডার বা লারভিসাইড প্রয়োগ করার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর