ব্যুরো নিউজ ১৫ নভেম্বর :দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালি থানার অন্তর্গত বিল্লাপুর ১ ফাটুক জেটি ঘাটে চাঞ্চল্যকর ঘটনা। রাস পূর্ণিমা উপলক্ষে গঙ্গায় স্নান করতে গিয়ে চার কিশোর একযোগে তলিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সকাল সাতটা নাগাদ ১৫-১৬ বছর বয়সী এই কিশোররা স্নান করতে নামে।
কনসার্টের আগে আইনি নোটিসে বিপাকে দিলজিৎ দোসাঞ্ঝ! মদ-মাংসের প্রচারে নিষেধাজ্ঞা তেলেঙ্গানা সরকারের
কিশোরদের খুঁজার চেষ্টা করছেন প্রশাসন
প্রথমে একজন তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে বাকিরা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু চেষ্টার পরেও চারজনকে আর উদ্ধার করা যায়নি। স্থানীয় বাসিন্দারা একজনকে টেনে তুলতে সক্ষম হলেও বাকি চারজনের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। মুহূর্তে এলাকাজুড়ে শোরগোল পড়ে যায়।
অনলাইন থেকে অর্ডার করা পিৎজার বক্স খুলতেই অঙ্কুশ অবাক হয়ে যান , তারপর কি হয়েছে দেখুন ?
খবর পেয়ে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরি, নৌকা এবং বিশেষ সরঞ্জাম নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। তবে দীর্ঘক্ষণ চেষ্টা সত্ত্বেও সন্ধান মেলেনি তলিয়ে যাওয়া চারজনের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবারের মতো রাস পূর্ণিমার দিনে এখানে ভিড় জমেছিল। স্নান করতে নেমে কিশোরদের এই দুর্ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। ঘটনার বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সাতটা নাগাদ ওই ছেলেরা স্নান করতে আসে। প্রথমে একজন তলিয়ে যায় বাকিরা তাকে বাঁচাতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আমরা অনেক চেষ্টা করেও চারজনকে বাঁচাতে পারিনি।’
এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবার এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে উদ্ধার কাজ চলছে । যত দ্রুত সম্ভব কিশোরদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।