ব্যুরো নিউজ ১৫ নভেম্বর :বেরেলির খলিলপুর এলাকার গাঙ্গোয়ার পরিবার শখ করে পিটবুল পুষেছিল। কিন্তু সেই পোষা প্রাণীই যে একদিন বিপদের কারণ হবে তা কেউ কল্পনা করেনি। হঠাৎ করেই আদিত্য শঙ্কর গাঙ্গোয়ার নামে পরিবারের এক সদস্যের উপর ঝাঁপিয়ে পড়ে পিটবুলটি। আক্রমণে আদিত্যর ঠোঁট ও মুখের একাংশ ক্ষতবিক্ষত হয়ে যায়, এবং তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তার মুখে জটিল অস্ত্রোপচার করা হয়। ঘটনার পর বনদফতর ও পুরসভার একটি দল এসে কুকুরটিকে ধরে নিয়ে যায়। আপাতত অ্যানিমাল বার্থ সেন্টারে রাখা হয়েছে যাতে আর কেউ আক্রান্ত না হয়।
পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেন দূষণ-মুক্ত ভারতীয় রেলের নতুন যুগ
পিটবুলের হামলার ভয়াবহ অভিজ্ঞতা
তাপমাত্রার পতনে শীতের আমেজ, আসছে কুয়াশা ভরা সকাল
তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আগেও একাধিকবার পিটবুলের আক্রমণের শিকার হয়েছেন মানুষ। গত বছরের এপ্রিল মাসে হরিয়ানার এক বাসিন্দা ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। পিটবুলের আক্রমণে তার গোপন স্থান মারাত্মকভাবে জখম হয়। প্রাণ বাঁচাতে তিনি কুকুরটির মুখে কাপড় চাপা দিয়ে তাকে বাধ্য করে ছাড়ান। সেই সময় গ্রামবাসীরা জানিয়েছিলেন, ওই কুকুরটি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং ইতিপূর্বে আরও একজনকে আক্রমণ করেছিল ফলে তারা আতঙ্কিত ছিলেন।
ট্রেনের ধাক্কায় আইনজীবীর মৃত্যু, বারাসতে প্রশাসনের প্রতি ক্ষোভ
অন্য এক ঘটনায় এক মহিলা ও তার দুই ছেলে পিটবুলের হামলার শিকার হন। মহিলার পায়ে মাথায়, ও হাতে প্রায় ৫০টি সেলাই করতে হয়। যদিও এই কুকুরটিও পোষা ছিল তবু হঠাৎ এমন হিংস্র হয়ে ওঠে। এছাড়া বেঙ্গালুরুতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যখন দুটি পিটবুল সাত বছরের এক শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে লিথিন নামের দ্বিতীয় শ্রেণির ওই শিশুর উপর আক্রমণ করে কুকুর দুটি। শিশুটির মুখ ও শরীরের একাধিক অংশ থেকে মাংস ছিঁড়ে নেওয়া হয়। এই আঘাতে শিশুটির মুখে ও শরীরে প্রায় ৫৮টি সেলাই করতে হয়। তার বাবা কুকুরের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং বিল্ডিং মালিকের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করেন।