ব্যুরো নিউজ ১৪ নভেম্বর :বুধবার বিকালে আরামবাগ রোডে রাধাবাজারে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনাটি অল্পের জন্য বড় বিপর্যয় এড়াল। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী বোঝাই বাসটি তীব্র গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভিতর ঢুকে পড়ে। দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। তবে গুরুতরভাবে জখম হয়েছেন প্রায় ১০ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান বেপরোয়া গতিতে থাকার কারণেই বাসটি রাধাবাজারের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। আর সেখান থেকে সরে গিয়ে এক দোকানে গিয়ে আঘাত হানে।
বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শুভেন্দুর কঠোর বার্তা, পেট্রাপোল সীমান্তে প্রতিবাদের হুমকি
গুরুতরভাবে জখম ১০ জন যাত্রী
এই ঘটনায় মুহূর্তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করতে সাহায্য করেন। পরবর্তীতে পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগান এবং আহত যাত্রীদের দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। স্থানীয়রা জানান রাধাবাজারে রাস্তায় একটি বড় বাম্পার রয়েছে যা পার হওয়ার সময়ই বাসটি নিয়ন্ত্রণ হারায়। তাদের মতে যদি বাসটির গতি কম থাকত, তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হত।
রাজ্য টেবিল টেনিসে নতুন চ্যাম্পিয়ন অঙ্কুর ও মৌমিতা
তবে বিদ্যুতের তারে বাসটি স্পর্শ করেনি বলে এক বড় বিপদ থেকে বেঁচে যায়। এলাকাবাসীর ধারণা বাসটি বিদ্যুতের তারে লেগে গেলে আরও ভয়াবহ পরিণতি ঘটতে পারত।