রক্তের গ্রুপের সঙ্গে বুদ্ধিমত্তার সম্পর্ক

ব্যুরো নিউজ,১৩ নভেম্বর:গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য: আমাদের রক্তের গ্রুপের ওপর নির্ভর করে আমাদের বুদ্ধিমত্তা।বিভিন্ন রক্তের গ্রুপ যেমন এ, বি, এবি, ও, এই গ্রুপগুলির মধ্যে কিছু বিশেষ পার্থক্য রয়েছে যা মানুষের মস্তিষ্কের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে বি পজিটিভ এবং ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষদের মস্তিষ্কে বিশেষ ধরনের সক্রিয়তা দেখা যায়।

ওজন কমাতে আদা-লবঙ্গ চায়ে চুমুক দিন! কখন খাবেন জানুন

চিন্তাভাবনা, স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তায় প্রভাব

গবেষণা অনুযায়ী, বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষের চিন্তা করার ক্ষমতা অত্যন্ত প্রখর। তাদের মস্তিষ্কের প্যারিটাল এবং টেম্পোরাল লোব অনেক বেশি সক্রিয় থাকে, যার ফলে তাদের স্মৃতিশক্তি উন্নত হয় এবং তারা দ্রুত তথ্য প্রক্রিয়াকরণে সক্ষম হয়। এই বিশেষ গুণটি তাদের চিন্তা করার ধরনকে আরও প্রভাবিত করে এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বেশি হয়।এছাড়া, ও পজিটিভ ব্লাড গ্রুপের মানুষেরও বুদ্ধিমত্তা খুব তীক্ষ্ণ। এই গ্রুপের মানুষের মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ ভালো থাকে, কারণ তাদের রক্ত সঞ্চালন অন্যদের তুলনায় বেশি কার্যকরী। এর ফলে তাদের মস্তিষ্কের কার্যক্রম উন্নত হয় এবং তারা চিন্তাভাবনা দ্রুত করতে পারে। এর পাশাপাশি, ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি বেশ ভালো থাকে।

চায়ের সঙ্গে এই উপাদানটা মিশিয়ে খেলে নিমেষে দূর হবে সব রোগ ? কি সেই উপাদান জেনে নিন

তবে গবেষণার পর্যায়ে এই সম্পর্কটি আরও গভীরভাবে বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। রক্তের গ্রুপের সঙ্গে বুদ্ধিমত্তার সম্পর্ক কীভাবে কাজ করে, তা এখনও পুরোপুরি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়নি।এখনও পর্যন্ত এই গবেষণার ভিত্তিতে বলা হচ্ছে যে, রক্তের গ্রুপ মানুষদের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তায় প্রভাব ফেলে। তবে, এই সম্পর্ক আরও সুস্পষ্টভাবে বোঝার জন্য আরো গবেষণার প্রয়োজন।

https://www.youtube.com/live/tbhmZnQzTfI?si=QBxXs7umVZo1ywPk

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর