অফিস টাইমে ফুলেশ্বরে নিত্যযাত্রীদের বিক্ষোভে

ব্যুরো নিউজ ১৩ নভেম্বর :দীর্ঘদিন ধরে রোজ ট্রেনের দেরিতে আসা আর লেট করে অফিসে পৌঁছানো নিত্যযাত্রীদের জীবনের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হাওড়া দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে এদিন ট্রেন দেরিতে আসায় ভেঙে পড়ল সহ্যের বাঁধ। অফিস টাইমে ট্রেনের এই দেরির প্রতিবাদে উত্তাল হলো ফুলেশ্বর স্টেশন। ডাউন ও মিডল লাইনে দাঁড়িয়ে রইল একের পর এক লোকাল ট্রেন, এমনকি মালগাড়িও থমকে গেল। আশপাশের স্টেশনেও থামতে হল অনেক ট্রেনকে।

মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরিঃ বিজেপির মঞ্চে বড় অস্বস্তি!

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ

উত্তরবঙ্গে আবার ভূমিকম্পঃ সিকিমে অনুভূত কম্পন, তীব্রতা ৩.৫

নিত্যযাত্রীরা জানিয়েছেন, এই সমস্যা নতুন নয়, দিনের পর দিন চলে আসছে। প্রত্যেকদিন অফিস যাওয়ার জন্য স্টেশনে আসেন তারা। কিন্তু ট্রেনের অনিয়মিত সময়সূচী তাদের ক্ষোভকে বাড়িয়ে তুলেছে। যাত্রীদের অভিযোগ রেল কর্তৃপক্ষকে এই সমস্যার কথা বারবার জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। প্রতিদিনই ট্রেন দেরিতে আসে। এদিনও একাধিক ট্রেন সময়মতো না পৌঁছনোয় উত্তেজিত যাত্রীরা অবরোধ করেন।

যাতায়াত মাধ্যম দ্রুত জন্য তৈরি হচ্ছে ‘বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে’

খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে যাত্রীদের ক্ষোভ এদিন ছিল অনেক বেশি। গত কয়েক মাস ধরে হাওড়া, শিয়ালদহ-সহ বিভিন্ন শাখায় বারবার ট্রেন বাতিলের ঘটনা ঘটছে। কখনও ওভারহেড লাইনে কাজ, কখনও সিগন্যালিং বা রেললাইনের মেরামতির জন্য এই শাখাগুলোতে একের পর এক ট্রেন বাতিল বা দেরিতে চলছে। খড়গপুর শাখাতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। অফিস যাত্রীদের জন্য এই ট্রেন লেটের ঘটনা কার্যত অসহনীয় হয়ে উঠেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর